Aryan Khan Bail | Mumbai Drugs Case: 'জেলে শুধু বিস্কুট খেয়ে কাটিয়েছে আরিয়ান', ছেলের মুক্তির পর শাহরুখের প্রথম ছবি প্রকাশ্যে!

Last Updated:

বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন এবং অবশেষে আজ জামিন পান আরিয়ান (Aryan Khan Bail | Mumbai Drugs Case)।

আরিয়ান খান।
আরিয়ান খান।
#মুম্বই: অবশেষে শাহরুখ খানের (Shah Rukh Khan) স্বস্তি। বৃহস্পতিবার মাদক মামলায় বড় ছেলে আরিয়ান খানের জামিন দিয়েছে বম্বে হাইকোর্ট (Aryan Khan Bail | Mumbai Drugs Case)। টানা তিন সপ্তাহ জেলে থাকার পরে বৃহস্পতিবার বম্বে হাইকোর্টে জামিন পেলেন শাহরুখ পুত্র (Aryan Khan bail)। নিম্ন আদালতে একাধিক বার খারিজ হয়ে গিয়েছিল আরিয়ান খানের জামিনের আবেদন। তার পরেই তিনি বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন এবং অবশেষে আজ জামিন পান আরিয়ান (Aryan Khan Bail | Mumbai Drugs Case)। খবরটি প্রকাশ্যে আসার পরই শাহরুখ খানকে (Shah Rukh Khan) শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অন্য তারকারা। তেমনই মন্নতের বাইরে ভিড় করেছেন অভিনেতার হাজার হাজার ভক্তি। বাড়ির বাইরে যেন অকাল দিওয়ালি পালন করছেন তাঁরা। (Aryan Khan Bail | Mumbai Drugs Case)
advertisement
আরও পড়ুন: আরিয়ান জামিন পেতেই শাহরুখকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন তারকারা
এ নিয়ে প্রায় ২৬ দিন ধরে হেফাজতে রয়েছেন আরিয়ান খান। আজ তৃতীয় দফার শুনানির দিন বম্বে হাইকোর্ট জামিন মঞ্জুর করে আরিয়ান খান এবং তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার। তবে জামিন মঞ্জুর হলেও এদিন বিস্তারিত রায় দেয়নি আদালত। তাই আজই জেল থেকে ছাড়া পাবেন না আরিয়ানরা। আগামিকাল জামিন মঞ্জুরের বিস্তারিত কারণ জানানোর পরেই আর্থার রোড জেল থেকে ছাড়া পাবেন আরিয়ান। এদিন জামিনের রায়ের পর সংবাদসংস্থার মুখোমুখি হয়েছিলেন, আরবাজ মার্চেন্টের বাবা আসলাম মার্চেন্ট। তাঁর দাবি, 'বিচার হওয়া উচিত খুব তাড়াতাড়ি। এই ধরনের ঘটনায় এমন মানুষদের ঠিক করার জন্য রিহ্যাব দরকার, জেল নয়। আমার ছেলের ৭ কেজি ওজন কমে গিয়েছে। আরিয়ান শুধুমাত্র বিস্কুট খেয়ে দিন কাটাচ্ছে।'
advertisement
advertisement
এদিন শাহরুখ খানের ছেলের মামলার প্রধান আইনজীবী সতীশ মানশিন্ডে নিজের আইনি দল ও শাহরুখের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, 'শেষ পর্যন্ত বম্বে হাইকোর্টে জামিন পেয়েছেন আরিয়ান খান। তাঁর কাছে ড্রাগ পাওয়া যায়নি, তিনি ড্রাগ নেন প্রমাণ হয়নি, ২ অক্টোবর তাঁকে আটক করার পর থেকে কোনও ষড়যন্ত্রের প্রমাণ মেলেনি। সত্যমেব জয়তে।' ছবিতে সতীশ মানশিন্ডে ও তাঁর আইনি দলের সঙ্গে হাসিমুখে দেখা গিয়েছে শাহরুখ খানকে।
advertisement
advertisement
আরও পড়ুন: জামিন পেলেন শাহরুখ-পুত্র আরিয়ান খান, মন্নতে ফিরতে এখনও অন্তত ২ দিন!
তবে বৃহস্পতিবার জামিন পেলেও শাহরুখ-পুত্রের রাত কাটবে জেলেই। আইনজীবীরা জানাচ্ছেন, রায়ের নির্দিষ্ট প্রক্রিয়া মেনে সম্ভবত শুক্র বা শনিবার বাড়ি ফিরতে পারেন আরিয়ান। আদালত জামিন দিলেও রায় হাতে পাওয়া বাকি আইনজীবীদের। রায় হাতে এলে নির্দিষ্ট পদ্ধতি মেনে তার প্রতিলিপি যাবে আর্থার রোড জেল কর্তৃপক্ষের কাছে। তার পরেই জেল থেকে বেরোতে পারবেন আরিয়ান খান। সামনেই দিওয়ালি, তার পরেই আসছে শাহরুখ খানের জন্মদিন। তার আগে ছেলের বিনা কোনও অপরাধের প্রমাণ ছাড়া জামিনে খুশি গোটা মন্নত।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aryan Khan Bail | Mumbai Drugs Case: 'জেলে শুধু বিস্কুট খেয়ে কাটিয়েছে আরিয়ান', ছেলের মুক্তির পর শাহরুখের প্রথম ছবি প্রকাশ্যে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement