Mouni Roy: মৌনী রায়ের মুখ কোনও দিন দেখতে চান না! রাগে ফেটে পড়লেন অভিনেতা
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Mouni Roy: অভিনেত্রী মৌনী রায়ের উপরে ক্ষোভ উগড়ে দিলেন টিভি অভিনেতা অমিত ট্যান্ডন (Amit Tandon)।
#মুম্বই: অভিনেত্রী মৌনী রায়ের (Mouni Roy) উপরে ক্ষোভ উগড়ে দিলেন টিভি অভিনেতা অমিত ট্যান্ডন। অভিনেতার অভিযোগ, তাঁর স্ত্রী রুবি ট্যান্ডনকে ব্যবহার করেছেন মৌনী। অমিতের দাবি, রুবি যখন বিপদে পড়েছিলেন, সেই সময়ে নাকি মৌনী তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন। আর এর জন্য মৌনীকে কখনওই ক্ষমা করবেন না বলে জানিয়েছেন অমিত। এমনকি অভিনেত্রীর মুখও আর দেখতে চান না বলে জানান তিনি।
এক সংবাদমাধ্যমের মৌনী (Mouni Roy) সম্পর্কে জিজ্ঞাসা করা হলে অমিত বলেন, "মৌনী? সে আবার কে? আমি জানি আমার স্ত্রী রুবি এই নিয়ে কিছু বলবে না। কিন্তু ওর খুব কষ্ট হয়েছে। আমি আর কোনও দিন মৌনী রায়ের মুখও দেখতে চাই না। এই মেয়েটা আমার স্ত্রীকে ব্যবহার করেছে। আমরা ভেবেছিলাম ও খুব সৎ। কিন্তু যখন রুবি বিপদে পড়ল, ও তখন ওর পাশ থেকে সরে গেল। মানুষ বদলে যায়। মৌনীও তেমনই। ও বদলে গিয়েছে। এই মৌনীকে আমরা চিনতাম না।"
advertisement
অমিত আরও বলছেন, "আমরা ওকে (Mouni Roy) খুব ঠিকঠাক মানুষ ভেবেছিলাম।কিন্তু ও রুবিকে খুব দুঃখ দিয়েছে। রুবি মানুষের খুব উপকার করে নিজের কথা না ভেবে। অন্যের জন্য নিজের খাবারও ত্যাগ করতে পারে। মৌনী রায়ের জন্য আমাদের তরফ থেকে কোনও ক্ষমা নেই। আমি বলে দিয়েছি, রুবি যদি কোনও দিন মৌনীকে ক্ষমা করে দেয়। তাহলে আমি থাকব না।"
advertisement
advertisement
রুবি পেশায় একজন চর্মবিশেষজ্ঞ। ২০০৭-এ অমিত ট্যান্ডন ও রুবি বিয়ে করেন। তবে ২০১৭-এ তাঁদের বিচ্ছেদ হয়ে যায় এবং ২০১৯-এ তাঁরা আবার সব মিটিয়ে নিয়ে একসঙ্গে থাকতে শুরু করেন। ২০১৭-য় রুবি গ্রেফতার হয় এবং দুবাইয়ের জেলে থাকেন ১০ মাস। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, সরকারি আধিকারিকদের তিনি হুমকি দিয়েছেন। ২০১৯-এ তিনি ভারতে ফিরে আসেন। অন্যদিকে অমিত ইন্ডিয়ান আইডল থেকে কেরিয়ার শুরু করেন। এছাড়া তাঁকে ক্যায়সা ইয়ে পেয়ার হ্যায় ও দিল মিল গয়ের মতো ধারাবাহিকে দেখা গিয়েছিল।
advertisement
advertisement
Location :
First Published :
September 17, 2021 10:53 PM IST