KBC 13 Himani Bundela: সাবাশ! কৌন বনেগা ক্রোড়পতি ১৩-র প্রথম ক্রোড়পতি হলেন দৃষ্টিশক্তিহীন এই শিক্ষিকা

Last Updated:

দৃষ্টিশক্তিহীন শিক্ষিকা হিমানি বুন্দেলা (KBC 13 Himani Bundela) হয়েছেন এই সিজনের প্রথম ক্রোড়পতি।

#মুম্বই: শুরু হয়ে গিয়েছে টেলিভিশনের জনপ্রিয় শো কৌন বনেগা ক্রোড়পতির ১৩তম (Kaun Banega Crorepati 13) সিজন। আর এই সিজন শুরু হতেই কয়েক এপিসোডের মধ্যেই একজন শিক্ষিকা ক্রোড়পতি হলেন। দৃষ্টিশক্তিহীন শিক্ষিকা হিমানি বুন্দেলা (KBC 13 Himani Bundela) হয়েছেন এই সিজনের প্রথম ক্রোড়পতি। তাঁর অসাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তার জেরে দারুণ খেলে সপ্তম এপিসোডে ১ কোটি টাকা জিতেছেন হিমানি। সাত কোটি টাকার প্রশ্নও খেলেছেন তিনি। তবে সেটির উত্তর না জানায় খেলা 'কুইট' করেছেন হিমানি।
সপ্তম এপিসোডে এক কোটি টাকার প্রশ্ন কোনও লাইফলাইন ছাড়াই উত্তর দিয়েছেন হিমানি বুন্দেলা। খেলেছেন সাত কোটির প্রশ্নও। কেবিসির ইতিহাসে যা এককথায় নজির বলা যেতে পারে। ষষ্ঠ এপিসোডের রোল ওভার প্রতিযোগী ছিলেন হিমানি। ১৩-তম সিজনে তিনিই হয়েছেন প্রথম ক্রোড়পতি। তাঁকে এক কোটি টাকার প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছিল, 'দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সে ব্রিটেনের গুপ্তচর হিসেবে কাজ করা নূর ইনায়াত খান কী নাম ব্যবহার করতেন?' হিমানি উত্তর দিয়েছেন, 'জেন মেরি রেনিয়ার'। এবং এটি ছিল সঠিক উত্তর।
advertisement
হিমানির হাতে এক কোটি টাকার চেক তুলে দিতে পেরে দারুণ উচ্ছ্বসিত হয়েছেন শো-এর সঞ্চালক অমিতাভ বচ্চনও। এক কোটি জেতার পর সাত কোটির প্রশ্নও খেলেছেন হিমানি বুন্দেলা। সাত কোটির প্রশ্নে জিজ্ঞেস করা হয়, 'ডক্টর বি আর আম্বেদকর ১৯২৩ সালে লন্ডন স্কুল অফ ইকনমিক্সে যে থিসিস জমা করে পুরস্কৃত হয়েছিলেন তার নাম কী ছিল?' এর সঠিক উত্তর হত, 'দ্য প্রবলেম অফ দ্য রুপি'। যদিও হিমানি এই উত্তর নিয়ে বিশ্বাসী ছিলেন না, ফলে খেলা কুইট করেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন: এবারের কওন বনেগা ক্রোড়পতির ৫টি বড় পরিবর্তন জানুন
এবারের খেলায় রয়েছে সামান্য কয়েকটি বদল। শো-তে ফাস্টেস্ট ফিঙ্গার ফাস্ট রাউন্ডটি খানিক বদলে ফেলা হয়েছে। এবার হবে ফাস্টেস্ট ফিঙ্গার ফাস্ট ট্রিপল টেস্ট। একটির বদলে তিনটি সঠিক উত্তর যে সবচেয়ে কম সময়ে দিতে পারবে সেই যাবে হটসিটে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
KBC 13 Himani Bundela: সাবাশ! কৌন বনেগা ক্রোড়পতি ১৩-র প্রথম ক্রোড়পতি হলেন দৃষ্টিশক্তিহীন এই শিক্ষিকা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement