Kaun Banega Crorepati 13 Changes: কাউন্টডাউন শুরু, এবারের কওন বনেগা ক্রোড়পতির ৫টি বড় পরিবর্তন জানুন

Last Updated:
টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো 'কওন বনেগা ক্রোড়পতি ১৩' (Kaun Banega Crorepati 13 Changes) শুরু হতে চলেছে (Amitabh Bachchan)।
1/7
অপেক্ষা আর কয়েকদিনের। তারপরেই টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো 'কওন বনেগা ক্রোড়পতি ১৩' (Kaun Banega Crorepati 13) শুরু হতে চলেছে। এবারের শো-এর থিম 'উত্তর আপনি নিজেই'। প্রত্যেক মানুষ ও তাঁর জানার অধিকারকে এবারের সিজনে উদযাপন করা হবে।
অপেক্ষা আর কয়েকদিনের। তারপরেই টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো 'কওন বনেগা ক্রোড়পতি ১৩' (Kaun Banega Crorepati 13) শুরু হতে চলেছে। এবারের শো-এর থিম 'উত্তর আপনি নিজেই'। প্রত্যেক মানুষ ও তাঁর জানার অধিকারকে এবারের সিজনে উদযাপন করা হবে।
advertisement
2/7
১৩তম সিজনেও সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan)। এত বছর ধরে কেবিসি-টিমের সঙ্গে নিজের যুক্ত থাকায় দারুণ উচ্ছ্বসিত অমিতাভ। ইতিমধ্যেই স্টুডিওতে করোনাবিধি মেনে একাধিক পর্বের শ্যুটিং হয়ে গিয়েছে।
১৩তম সিজনেও সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan)। এত বছর ধরে কেবিসি-টিমের সঙ্গে নিজের যুক্ত থাকায় দারুণ উচ্ছ্বসিত অমিতাভ। ইতিমধ্যেই স্টুডিওতে করোনাবিধি মেনে একাধিক পর্বের শ্যুটিং হয়ে গিয়েছে।
advertisement
3/7
আগামী ২৩ অগস্ট থেকে শুরু হবে এবারের কওন বনেগা ক্রোড়পতি। কম্পিউটারজি ও অমিতাভের যুগলবন্দিতে প্রশ্নোত্তরের এই খেলায় মেতে ওঠার আগে শো-এর পাঁচটি বদলের কথা জেনে নিন। এবারের শো-তে ফাস্টেস্ট ফিঙ্গার ফাস্ট রাউন্ডটি খানিক বদলে ফেলা হয়েছে। এবার হবে ফাস্টেস্ট ফিঙ্গার ফাস্ট ট্রিপল টেস্ট। একটির বদলে তিনটি সঠিক উত্তর যে সবচেয়ে কম সময়ে দিতে পারবে সেই যাবে হটসিটে।
আগামী ২৩ অগস্ট থেকে শুরু হবে এবারের কওন বনেগা ক্রোড়পতি। কম্পিউটারজি ও অমিতাভের যুগলবন্দিতে প্রশ্নোত্তরের এই খেলায় মেতে ওঠার আগে শো-এর পাঁচটি বদলের কথা জেনে নিন। এবারের শো-তে ফাস্টেস্ট ফিঙ্গার ফাস্ট রাউন্ডটি খানিক বদলে ফেলা হয়েছে। এবার হবে ফাস্টেস্ট ফিঙ্গার ফাস্ট ট্রিপল টেস্ট। একটির বদলে তিনটি সঠিক উত্তর যে সবচেয়ে কম সময়ে দিতে পারবে সেই যাবে হটসিটে।
advertisement
4/7
এবারে অডিয়েন্স পোল লাইফলাইন ফের ফিরিয়ে আনা হচ্ছে। বাকি লাইফলাইনগুলি হল ৫০:৫০, এক্সপার্টকে জিজ্ঞেস করা এবং ফ্লিপ দ্য কোয়েশ্চন।
এবারে অডিয়েন্স পোল লাইফলাইন ফের ফিরিয়ে আনা হচ্ছে। বাকি লাইফলাইনগুলি হল ৫০:৫০, এক্সপার্টকে জিজ্ঞেস করা এবং ফ্লিপ দ্য কোয়েশ্চন।
advertisement
5/7
আগের সিজনগুলিতে রিয়াল লাইফ হিরোদের করমবীর এপিসোডে ডাকা হত। এবারে প্রতি শুক্রবার শানদার শুক্রবারে একজন করে সেলিব্রিটি অতিথি আসবেন এবং সমাজের কোনও ক্ষেত্রে দানের জন্য খেলবেন।
আগের সিজনগুলিতে রিয়াল লাইফ হিরোদের করমবীর এপিসোডে ডাকা হত। এবারে প্রতি শুক্রবার শানদার শুক্রবারে একজন করে সেলিব্রিটি অতিথি আসবেন এবং সমাজের কোনও ক্ষেত্রে দানের জন্য খেলবেন।
advertisement
6/7
এবারের ঘড়িদেবীর নাম রাখা হয়েছে 'ধুক ধুক জি'। প্রত্যেকের হৃদয়ের শব্দের সামঞ্জস্যেই এই নামকরণ।
এবারের ঘড়িদেবীর নাম রাখা হয়েছে 'ধুক ধুক জি'। প্রত্যেকের হৃদয়ের শব্দের সামঞ্জস্যেই এই নামকরণ।
advertisement
7/7
এবারের সেটও একেবারে নতুন করে সাজানো হয়েছে। অনেক বেশি পরিমাণে এলইডি লাইটের ব্যবহার করা হয়েছে সেটে।
এবারের সেটও একেবারে নতুন করে সাজানো হয়েছে। অনেক বেশি পরিমাণে এলইডি লাইটের ব্যবহার করা হয়েছে সেটে।
advertisement
advertisement
advertisement