#মুম্বই: বলিউডে এখন সবচেয়ে চর্চিত বিষয় ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে (Katrina Kaif Vicky Kaushal wedding)। তারকা যুগল মুখে কুলুপ এঁটে রয়েছে। আর তাতেই বেড়ে চলেছে নেটিজেনদের জল্পনা। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে যে, ডিসেম্বরেই নাকি বিয়ে করছেন ভিকি (Vicky Kaushal) ও ক্যাটরিনা (Katrina Kaif)। বিয়ের ভেন্যু, কোন ডিজাইনারের পোশাক পরবেন এসব নিয়েও জল্পনা তুঙ্গে। তবে সবই নাকি ঠিক করে ফেলেছেন তারকা জুটি।
এমনকী জানা যাচ্ছে, বেশ নাটকীয় কায়দায় ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ভিকি (Vicky Kaushal)। ক্যাটরিনার জন্য ডার্ক চকোলেট ব্রাউনি অর্ডার করেছিলেন ভিকি। নিজে হাতে করে সেই ব্রাউনি বক্স ক্যাটরিনাকে দিয়ে এসেছিলেন ভিকি। তখনও ক্যাটরিনা তখনও বুঝতে পারেননি বাক্সের ভিতরে কী আছে। ভিকি সেই বাক্সের মধ্যে ক্যাটরিনার (Katrina Kaif) জন্য একটি আংটি আর একটি কাগজের নোট রেখেছিলেন। কাগজের নোটে ভিকি লিখে রেখেছিলেন, "উইল ইউ ম্যারি মি?"
আরও পড়ুন- জনসমক্ষে ইউলিয়াকে অপমান! সলমনের তুমুল সমালোচনায় নেটিজেনরা
ক্যাটরিনার এক ঘনিষ্ঠ বন্ধু বিয়ের প্রস্তাব দেওয়ার এই ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলছেন, "ভিকি খুবই রোম্যান্টিক একজন মানুষ। ওরা পরস্পরকে এত ভালোবাসে তা দেখে সব কমন বন্ধুরাও অবাক। এই মহামারী ও লকডাউনেই ওরা পরস্পরের আরও ঘনিষ্ঠ হয়েছে। তাই বিয়ের প্রস্তাব দেওয়ার ব্যাপারটাও একেবারে ফিল্মি কায়দায় সেরেছেন ভিকি।"
আরও পড়ুন- ৭ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে ক্যাটরিনা-ভিকির বিয়ে? কী কী প্রস্তুতি নিয়ে ফেললেন তারকা জুটি
সূত্রের খবর, আগামী ৭ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে বিয়ে সারবেন ক্যাটরিনা ও ভিকি (Vicky Kaushal) । রাজস্থানের সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারা-তে বসবে বিয়ের আসর। বিয়ের অতিথি তালিকায় রয়েছেন ক্যাটরিনার (Katrina Kaif) প্রাক্তন প্রেমিক সলমন খান (Salman Khan) ও তাঁর গোটা পরিবার। পাত্র ও পাত্রী দুজনেই নাকি সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাক পরবেন, এমনই শোনা যাচ্ছে। এখন শুধু অপেক্ষা। বিয়ের প্রস্তুতির জন্য কাজ থেকে বিরতিও নিয়েছেন ক্যাটরিনা। আগামীকাল মুক্তি পাচ্ছে ক্যাটরিনার ছবি 'সূর্যবংশী'। তার পরেই নাকি ছুটি নিচ্ছেন অভিনেত্রী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Katrina kaif, Vicky Kaushal