Bollywood: Jackie Shroff-র জ্যোতিষ বাবা সকালেই জানালেন আজ খারাপ কিছু হবে, তারপর যা হল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Bollywood: Jackie Shroff: এক দারুণ রোমহর্ষক ঘটনার কথা৷ এই ঘটনা তাঁর জীবনে গভীর প্রভাব ফেলেছিল৷
#মুম্বই: জ্যাকি শ্রফ (Jackie Shroff) বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ জনপ্রিয় নাম৷ বলিউডে একটা সময় রাজত্ব করেছেন জ্যাকি শ্রফ৷ একের পর এক হিট সিনেমা দিয়েছেন উপহার৷ বলিউডের (Bollywood) অভিজ্ঞ এই অভিনেতা টুইঙ্কল খান্নাকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন এক দারুণ রোমহর্ষক ঘটনার কথা৷ এই ঘটনা তাঁর জীবনে গভীর প্রভাব ফেলেছিল৷ তিনি জানিয়েছেন তাঁর বাবা ছিলেন জ্যোতিষ শাস্ত্রজ্ঞ৷ তাঁর ভাইয়ের মৃত্যুর আগে তাঁর বাবা বলেছিলেন খুব খারাপ একটা কিছু হবে৷ এই ছিল জ্যাকি শ্রফের জ্যোতিষ (Astrologer) বাবার ভবিষ্যত বাণী৷
জ্যাকি শ্রফের বাবা (Jackie Shroff's father) ছিলেন একজন জ্যোতিষ (astrologer)
জ্যাকিকে তাঁর বাবা বলেছিলেন যে আজ খুব খারাপ কিছু হবে৷ এতে অভিনেতা নিজের ভাইকে (Jackie Shroff's brother) সামলে থাকতে পরামর্শ দিয়েছিলেন৷ কিন্তু ভবিতব্যকে কে হঠাতে পারে৷ জ্যাকি-র ভাই সেইদিন পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন৷ অভিনেতা টুইঙ্কেলের ট্বিক ইন্ডিয়া-র প্ল্যাটফর্মে দেওয়া ইন্টারভিউতে এই বিষয়ে জানিয়েছেন৷
advertisement
advertisement
জ্যাকি শ্রফ (Jackie Shroff) ভাইকে জানিয়েছিলেন , আজ খারাপ দিন এই জন্যে ঘরের বাইরে না বেরোতে৷ জ্যাকি শ্রফের ভাই সেঞ্চুরি মিলসে কাজ করতে যেতেন৷ অভিনেতা ভাইকে বলেছেন, ‘‘আজ চাক্কি না যেতে৷ তিনি ভাইয়ের কথা শুনে যাননি৷ কিন্তু সমুদ্রে কেউ একজন ডুবে যাচ্ছিলেন তাঁকে বাঁচাতে গিয়ে জলে ঝাঁপ দেন এবং মারা যান৷ ’’
advertisement
আরও পড়ুন - Hardik Pandya Wife Pregnant Again: ফের কি প্রেগন্যান্ট নাতাশা স্ট্যানকোভিচ, হার্দিকের ছবিতে জোর গসিপ
জ্যাকিকে নিয়ে নিজের পিতার (Jackie Shroff's father) ভবিষ্যত বাণী সত্যি হল
জ্যাকি শ্রফ (Jackie Shroff) এরপর বলেন, ‘‘বাবা বলেছিলেন দিনটা খারাপ দিন, সেদিনই ভাইয়ের মৃত্যু হল৷ আমাকে বলেছিলেন অভিনেতা হব, আমি অভিনেতা হয়ে গেলাম৷ ’’ জ্যাকি শ্রফ বলেছিলেন তাঁর বাবা অম্বানি পরিবারকে নিয়ে ভবিষ্যত বাণী করেছিলেন, সেটাও সত্যি হয়৷
advertisement
টুইঙ্কল খান্না জ্যাকি শ্রফের ইংরাজি হাবভাবের প্রশংসা করেন
জ্যাকি শ্রফের সঙ্গে সাক্ষাৎকারে টুইঙ্কল খান্না তাঁর ইংরাজি হাবভাবের প্রশংসা করেন৷ অভিনেতা জানিয়েছেন তিনি মুম্বইতে বড় হয়েছেন৷ জ্যাকি বলেন সেখানের স্থানীয় মানুষ এই ভাষাতেই কথা বলেন৷ জ্যাকি শ্রফ ক্লাস ১১ অবধি পড়াশুনো করেছেন৷ অভিনেতা জানিয়েছেন তিনি অভিজ্ঞতা থেকে শিখেছেন৷ তিনি মন দিয়ে শোনেন এবং ছবি দেখেন৷ তিনি মার্কিন অভিনেতার ইংরাজিকেই শিক্ষক মেনেছিলেন৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 26, 2021 8:50 PM IST