#মুম্বই: অসুখটা বেশ গভীর৷ চিন্তার ভাঁজ অগণিত ভক্তদের কপালে৷ তেমনি চিন্তায় ছিলেন ছবির প্রযোজক থেকে পরিচালকেরা৷ তবে তিনি তো শিল্পী৷ তাই বিরল রোগের সঙ্গে দাঁতে দাঁত চেপে যুঝতে যুঝতে সবাইকে আশ্বস্ত করলেন খোদ ইরফান খান৷ জানিয়ে দিলেন, তাঁর আপকামিং ছবি ‘ব্ল্যাকমেল’ যেন সঠিক সময়ে মুক্তি পায়৷
‘ব্ল্যাকমেল’ ছবির পরিচালক অভিনয় দেও জানিয়েছেন, ইরফান কোনও ভাবেই চান না ছবিটির রিলিজের দিনক্ষণ কোনওভাবেই পিছিয়ে না যায়৷ এ বার মুক্তি পেল ‘ব্ল্যাকমেল’ ছবির তৃতীয় গান ‘বদলা’৷ যেখানে ইরফান অভিনীত চরিত্রটিকে প্রতিশো নিতে দেখা যাবে৷ এই গানটিতে ইরফানের পাশাপাশি রয়েছেন গায়ক ও সঙ্গীত পরিচালক অমিত ত্রিবেদী এবং র্যাপার ডিভাইন।
দেখুন সেই গানের ভিডিও
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Blackmail, Bollywood Actor, Bollywood Celebrity, Bollywood film, Irrfan Khan, MOVIE RELEASE