Indian Idol 12 Grand Finale Winner: ইন্ডিয়ান আইডল ১২-র চ্যাম্পিয়ান পবনদীপ রাজন? বলছে ট্যারট কার্ড!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
ইন্ডিয়ান আইডল ১২-র বিজয়ী (Indian Idol 12 Grand Finale Winner) কে হবেন তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফ্যানেরা।
#মুম্বই: ইন্ডিয়ান আইডল ১২-র বিজয়ী (Indian Idol 12 Grand Finale Winner) কে হবেন তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফ্যানেরা। আগামী ১৫ অগস্ট টেলিভিশনে প্রথমবার একটানা ১২ ঘণ্টা ধরে চলবে এই অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালে। ৬ ফাইনাল প্রতিযোগীর মধ্যে হবে লড়াই। এরই মধ্যে বিভিন্ন জায়গায় ফাইনালের চ্যাম্পিয়ান কে হবেন তা নিয়ে গণনা শুরু হয়েছে। ট্যারট কার্ডেও হয়েছে বিচার।
ফ্যানেরা বলছেন, এবারের ফাইনালের প্রতিযোগিতা মূলত অরুণিতা কাঞ্জিলাল, পবনদীপ রাজন ও সন্মুখপ্রিয়ার মধ্যে। সোশ্যাল মিডিয়ায় কে হবেন বিজয়ী তা নিয়ে নানা ধরনের জল্পনা চলছে। অনুষ্ঠানে এই তিন প্রতিযোগীকে নিয়ে ব্যাপক সাড়াও ফেলেছে নানা জল্পনা। আয়ুষ গুপ্তা নামে এক ট্যারট কার্ড রিডারের মতে, এবারের ফাইনালের বিজয়ী হতে চলেছেন পবনদীপ রাজন। ভালো সম্ভাবনা রয়েছে দানিশ মহম্মদেরও। তবে পবনের জনপ্রিয়তার জন্যই শেষ পর্যন্ত বাজিমাত করবেন তিনি।
advertisement
অপেক্ষা আর দু'দিনের। তার পরেই ভারতের সবচেয়ে জনপ্রিয় রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডলের সিজন ১২-র গ্র্যান্ড ফিনালে (Indian Idol 12 Grand Finale) অনুষ্ঠিত হবে। আর এবারের ফিনালেতে বাংলার বনগাঁবাসী মেয়ে অরুনিতা কাঞ্জিলালের পাশাপাশি, তাঁর 'চর্চিত' বয়ফ্রেন্ড গায়ক পবনদ্বীপ রাজনও ট্রফির সমান দাবিদার। পবনের গানের পাশাপাশি একাধিক বাদ্যযন্ত্র বাজানোর দক্ষতা প্রথম থেকেই তাঁকে আলাদা করে দিয়েছে অন্য সব প্রতিযোগীর থেকে। আর ফিনালের মঞ্চেও সেই অন্য পবনকেই দেখা গিয়েছে।
advertisement
advertisement
১৫ অগস্ট দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত আসর বসতে চলেছে ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালের। টেলিভিশনের পর্দায় প্রথমবার এমন ভাবে ১২ ঘণ্টা টানা কোনও ফিনালে অনুষ্ঠিত হতে চলেছে। প্রতিযোগীদের সঙ্গে যোগ দেবেন বহু প্রাক্তন প্রতিযোগী। থাকবেন গানের জগতের বিশিষ্ট শিল্পীরা। সদ্য মুক্তিপ্রাপ্ত 'শেরশাহ' ছবির নায়ক নায়িকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানীকেও দেখা যাবে ফিনালেতে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 13, 2021 7:29 PM IST