ঘরোয়া আড্ডায় হারমোনিয়ামে অনুপ জলোটা, খোলা গলায় গান ধরলেন উদিত, তালাত আজিজ, শৈলেন্দ্র সিং

Last Updated:

ববি ছবির সুপারহিট গান ম্যায় শায়ার তো নেহি ধরলেন সকলে মিলে৷

#মুম্বই: একেবারে ঘরোয়া আড্ডা৷ ঘরে বসেই বন্ধুদের মধ্যে যেমন আলাপ-আলোচনা যেমন হয়৷ আর সেই বন্ধুরা যদি সকলে হন শিল্পী, তাহলে তো কথাই নেই৷ সেই আড্ডা মুখোরিত হয় গানে-গল্পে৷ ঠিক যেমন ঘটল অনুপ জলোটার বাড়িতে৷ সেখানে পুরনো বন্ধুরা সকলে মিলে একসঙ্গে বসেছিলেন আড্ডায়৷ আর সেই আড্ডায় গান গেয়ে উঠলেন শৈলেন্দ্র সিং, তালাত আজিজ, উদিত নারায়াণ৷ হঠাৎ করে সেই ঘরোয়া আড্ডা হয়ে উঠল একবার লাইভ কনসার্ট৷ এখন তো অনলাইন কনসার্টে অনেকেই অভ্যস্থ হয়েছি আমরা৷ গৃহবন্দি দশায় এভাবেই একে অপরের কাছে পৌঁছে গিয়েছি আমরা৷ এবং শিল্পীরাও বেছে নিয়েছেন এই মাধ্যম৷ তাই অনুপ জলোটার বাড়ির এই আড্ডার ঝলক সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই যেন তেমনই কনসার্টের স্বাদ পেলেন নেটিজেনরা৷
গজল সম্রাট অনুপ জলোটার বাড়ির আড্ডায় যাঁরা উপস্থিত ছিলেন, তাঁরা সকলেই স্বনামধন্য শিল্পী৷ আড্ডার মাঝেই অনুপজি হারমোনিয়ামে তুললেন সুর৷ গলা মেলালেন তালাত আজিজ, উদিৎ নারায়ণ, শৈলেন্দ্র সিং৷ বলিউডের পুরনো জনপ্রিয় গানে তখন রমরম করে উঠল গজল সম্রাটের ড্রইং রুম৷ গানটি হল ম্যায় শায়ার তো নেহি৷ ববি ছবির এই গান সেই সময় ছিল সুপার ডুপার হিট৷ পরবর্তীতেও এই গানের জনপ্রিয়তা যথেষ্ট৷ গানটি যাঁর গলায় গাওয়া সেই শৈলেন্দ্র সিং উপস্থিত ছিলেন আড্ডায়৷ ফলে অন্যরা গলা মেলালেও, প্রধাণত তাঁর গলায় ফের একবার শোনা গেল ম্যায় শায়ার তো নেহি৷ শুধুমাত্র হারমোনিয়ামের সঙ্গে গানটি গেয়ে ফের একবার মাতিয়ে দিলেন প্রসিদ্ধ গায়ক৷
advertisement
advertisement
১৯৭৩-র বিখ্যাত ছবি ববির এই গানটি যে শুধু শোনা গেল তা নয়৷ গানের কিছু মুক্তি না পাওয়া অন্তরাও শুনিয়ে দিলেন শৈলেন্দ্রজি৷ আর এটাই যেন বড় প্রাপ্তি হল সকলের জন্য৷ আড্ডায় উপস্থিত সকলে আপ্লুত তো হলেনই, সঙ্গে সোশ্যাল মিডিয়ায় এই গান উঠে আসতেই যেন লাইকের বন্যা বয়ে গেল৷ নিমেষেই ভিউ পৌঁছলো প্রচুর৷ রীতিমতো ভাইরাল হল ভিডিও৷ আপনারাও শুনেনি সেই অপ্রকাশিত লাইনগুলি!
বাংলা খবর/ খবর/বিনোদন/
ঘরোয়া আড্ডায় হারমোনিয়ামে অনুপ জলোটা, খোলা গলায় গান ধরলেন উদিত, তালাত আজিজ, শৈলেন্দ্র সিং
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement