Hina Khan: গায়ের রং এর জন্য খেসারত দিতে হয়েছে হিনা খানকে! প্রকাশ্যে আনলেন একটি ঘটনা

Last Updated:

Hina Khan: জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক 'ইয়ে রিশতা কেয়া কেহেলাতা হ্যায়'-তে অক্ষরা চরিত্রে অভিনয় করে খ্যাতি পান হিনা।

গায়ের রং এর জন্য খেসারত দিতে হয়েছে হিনা খানকে! প্রকাশ্যে আনলেন একটি ঘটনা
গায়ের রং এর জন্য খেসারত দিতে হয়েছে হিনা খানকে! প্রকাশ্যে আনলেন একটি ঘটনা
#মুম্বই: সম্প্রতি একটি মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে অভিনেত্রী হিনা খানকে (Hina Khan)। অভিনেতা অঙ্গদ বেদির (Angad Bedi) সঙ্গে 'ম্যায় ভি বর্বাদ' নামে এই মিউজিক ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে। বর্তমানে প্রায়ই খবরে উঠে আসেন হিনা। তাঁর হাতেই রয়েছে একাধিক কাজ। কিন্তু একসময় গায়ের রং এর জন্য কাজ হাতছাড়া হয়েছে তাঁর। হিনা জানিয়েছেন একটি প্রজেক্টে কাশ্মীরি মেয়ের চরিত্রে অভিনয় করার প্রস্তাব এসেছিল। কিন্তু তাঁর ডাস্কি রং এর জন্য সে কাজ হাতছাড়া হয়।
জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক 'ইয়ে রিশতা কেয়া কেহেলাতা হ্যায়'-তে অক্ষরা চরিত্রে অভিনয় করে খ্যাতি পান হিনা (Hina Khan)। এক সংবাদমাধ্যমের কাছে তিনি বলছেন, "এমন বেশ কয়বার ঘটেছে যে আমি হয়তো চরিত্রটি পছন্দ না করেও অভিনয় করেছি। আবার এমনও অনেক সময় হয়েছে যেখানে আমি চেয়েছি অভিনয় করতে। কিন্তু শেষ পর্যন্ত কাজটা হয়নি বিভিন্ন কারণের জন্য। আমি প্রজেক্টের নামটা বলছি না। কিন্তু এটুকু মনে আছে ওই কাজটা পাইনি কারণ আমায় দেখতে যথেষ্ট কাশ্মীরিদের মত লাগছিল না। "
advertisement
View this post on Instagram

A post shared by HK (@realhinakhan)

advertisement
advertisement
হিনা (Hina Khan) আরো বলছেন, "আমি নিজেই একজন কাশ্মীরি এবং ওই ভাষাটা স্পষ্ট বলতে পারি। কিন্তু কাজটা পাইনি আমার গায়ের রং এর জন্য। কারণ আমি খুব ফর্সা নই। সেই প্রজেক্ট এর টিম ফর্সা রং চাইছিল। আমার সত্যিই খুব খারাপ লেগেছিল। ভাষাটা জানি বলেই মনে হয়েছিল কাজটা পেলে আমি ভালো করতাম। কিন্তু কাশ্মীরিদের মত দেখতে নই বলে কাজটা পাইনি। কিন্তু আমি আশা হারাই না। আমি চেষ্টা করে যাই।"
advertisement
প্রসঙ্গত, হিনা সম্প্রতি টেলিভিশন অভিনেতা সাহির শেখ এর সঙ্গে 'বারিশ বন জা' নামে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। এছাড়াও এর আগে বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে তিনি নজর কেড়েছেন। বিগবসে গিয়ে নিজেকে অন্যভাবে তুলে ধরেছিলেন অভিনেত্রী। শুধু টেলিভিশনের সাস বহু ধারাবাহিক নয়। তিনি যে একজন গ্ল্যামারাস ফাশনিস্টা তাও প্রমাণ করেছেন হিনা।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Hina Khan: গায়ের রং এর জন্য খেসারত দিতে হয়েছে হিনা খানকে! প্রকাশ্যে আনলেন একটি ঘটনা
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
  • বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি !

  • বৃষ্টি হবেই

  • পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে?

VIEW MORE
advertisement
advertisement