Aishwarya Rai Bachchan: বনশালির হাত ধরে ভালবাসা, বিশ্বাসঘাতকতা আর যৌনতায় মাতবেন বচ্চন বহু!

Last Updated:

এই চরিত্র করার কথা ছিল রেখা (Rekha)-র । কিন্তু রেখা’র সব দাবি নাকি মানতে পারেননি বনশালি (Sanjay Leela Bhansali)। তাই শেষ পর্যন্ত ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)-এর নামই উঠে এসেছে!

#মুম্বই: হালে এই এক অদ্ভুত ব্যাপার শুরু হয়েছে! একেকটা প্রজেক্টে হাত দিচ্ছেন সঞ্জয় লীলা বনশালি (Sanjay Leela Bhansali) আর শোনা যাচ্ছে যে সবক'টাই না কি বহু বছর ধরে ক্যামেরায় তোলার বাসনা মনের গহনে পুষে রেখেছিলেন তিনি, সে ছবি পদ্মাবত (Padmaavat) হোক বা বৈজু বাওরা (Baiju Bawra) বা হিরামন্ডি (Heeramandi)! পদ্মাবত আপাতত অতীত, বৈজুর চরিত্রে ছবিতে কাকে কাস্ট করবেন বনশালি এই ভেবে বাওরা বিনোদুনিয়া, তবে খবর সত্যি হলে হিরামন্ডির অন্তত মূল কাস্টিং পাকা হয়েছে অবশেষে! আর সেই চরিত্রে সবাইকে ছাপিয়ে উঠে এসেছে বনশালির সব চেয়ে পছন্দের নায়িকা ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) নাম!
যেটুকু খবর উদ্ধার হয়েছে তাতে জানা গিয়েছে যে হিরামন্ডি বনশালির লার্জা দ্যান লাইফ আঙ্গিকে প্রাক-স্বাধীনতা যুগের ব্রিটিশ ভারতের লাহোরের এক নিষিদ্ধপল্লীর গল্প তুলে ধরবে, তবে ছায়াছবির রুপোলি পর্দায় নয়, তা তৈরি হচ্ছে Netflix-এর ওয়েব সিরিজ হিসাবে। যার মধ্যে প্রথম পর্বটিই কেবল পরিচালনা করবেন বনশালি, বাকিগুলো তাঁর তদারকিতে সামলে নেবেন বিভু পুরি (Vibhu Puri)। ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, যৌনতা, রাজনীতি, ক্ষমতার অধিকারের পরতে পরতে কী ভাবে বেজে ওঠে বাঈজির পায়ের ঘুঙুর, চোখধাঁধানো সেট আর তুখোড় সংলাপের চিত্রনাট্যে তুলে ধরা হবে হিরামন্ডিতে। বলাই বাহুল্য, এক্ষেত্রে নিষিদ্ধপল্লীতে যার হুকুম ছাড়া পাতাও নড়ে না, এমন এক ডাকসাইটে নারীচরিত্রের উপস্থিতি থাকবেই!
advertisement
খবর মিলেছে যে এই চরিত্রে রেখাকে (Rekha) নিয়ে কাজ করার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করছেন বনশালি! অন্দরমহলের গুজব- হালে না কি পরিচালকরা রেখার দাবি সামলাতে পারেন না! যে ব্যাপারটা হয়েছিল অভিষেক কাপুরের (Abhishek Kapoor) ফিতুর (Fitoor) ছবির সঙ্গে, অনেকটা শুটিং করেও বেরিয়ে এসেছিলেন রেখা, শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে হয় টাবুকে (Tabu)! এখানে যাতে তেমনটা না হয়, সেই জন্যই বায়না করা হচ্ছে ঐশ্বর্যকে। তবে এখনও পর্যন্ত কোনও তরফেই কথা পাকা হয়নি, অবশ্য বনশালির ওয়েব সিরিজ যখন, তখন নায়িকা আপত্তি করবেন বলে তো মনে হয় না!
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aishwarya Rai Bachchan: বনশালির হাত ধরে ভালবাসা, বিশ্বাসঘাতকতা আর যৌনতায় মাতবেন বচ্চন বহু!
Next Article
advertisement
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ? যা জানালেন সুজয় চক্রবর্তী
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ?
  • হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য আবেদন জানিয়ে পদত্যাগ পত্র পাঠালেন সুজয় চক্রবর্তী। ২৫ তারিখ পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য চেয়ারম্যানের তরফে একটি পদত্যাগ পত্র পাঠানো হয়েছে

VIEW MORE
advertisement
advertisement