HBD Twinkel Khanna: বউ পঞ্চাশ হল বলে! এক খাটিয়ায় ছবি শেয়ার করলেন অক্ষয় কুমার
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বলিউড গসিপের (Bollywood Gossip) দুনিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে অক্ষয়ের (Akshay Kumar) এই টুইঙ্কলকে (Twinkle Khanna) নিয়ে করা জন্মদিনের পোস্ট৷
#মুম্বই: বলিউডের খিলাড়ি অর্থাৎ অক্ষয় কুমারের (Akshay Kumar) বউয়ের জন্মদিন অর্থাৎ টুইঙ্কল খান্নার (Twinkle Khanna) জন্মদিন (Happy Birthday Twinkle Khanna)৷ বলিউডে পা রাখা টুইঙ্কল বরসাত দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন৷ আজ তাঁর ৪৮৷ অর্থাৎ ৫০-র জাস্ট এপাশে দাঁড়িয়ে তিনি৷ কিন্তু ৪৮ তম জন্মদিনে তাঁকে দেখে কে বলবেতথাকথিত ‘প্রৌঢ়ত্বে’’-র দোরগোড়ায় দাঁড়িয়ে তিনি৷ স্ত্রী-র জন্মদিন (Happy Birthday Twinkle Khanna) পাশাপাশি বছর শেষের আনন্দ৷ মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন অক্ষয়-টুইঙ্কলরা৷ মলদ্বীপেও সেলিব্রেট হচ্ছে টুইঙ্কলের জন্মদিন৷ অক্ষয়ও নিজের সুন্দরী স্ত্রীকে জন্মদিনে আদিখেত্যা ভরা পোস্ট করলেন৷
নিজের স্ত্রী টুইঙ্কল খান্নাকে টিনা বলে ডাকেন অক্ষয় কুমার৷ জন্মদিনের সোশ্যাল মিডিয়া পোস্টে সেই নামেই ডেকেছেন৷ বলিউড গসিপের (Bollywood Gossip) দুনিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে অক্ষয়ের (Akshay Kumar) এই টুইঙ্কলকে (Twinkle Khanna) নিয়ে করা জন্মদিনের পোস্ট৷ এক খাটিয়ায় স্বামী -স্ত্রী শুয়ে রয়েছেন৷ ট্যাগলাইনে অক্ষয় কুমার লিখেছেন ‘‘With you by my side, even the blues are easy to take in my stride… Happy birthday Tina’’- অর্থাৎ আমার দিকে, তোমার সঙ্গে দুঃখও সহজ, শুভ জন্মদিন টিনা৷
advertisement
অক্ষয়-টুইঙ্কেলের রোমান্টিক ছবি দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে৷ দেখে নিন রোমান্টিকতা মাখা মিঞা-বিবি-র ছবি৷ এদিকে এই ছবিতে বলিউড গসিপও (Bollywood Gossip) জমে উঠেছে৷
advertisement
advertisement
টুইঙ্কল খান্না-র ৪৮ তম জন্মদিন বিশেষ
অক্ষয় কুমার (Akshay Kumar) সোশ্যাল মিডিয়ায় ভীষণই অ্যাক্টিভ, তিনি সেই প্ল্যাটফর্ম থেকে নিয়মিত ফ্যানদের সঙ্গে যোগাযোগও রাখেন৷ এর মধ্যেও তিনি নিজের মলদ্বীপের ছবি পোস্ট করেছেন৷ সেখানে সুপারফিট সাইক্লিং করছেন তিনি৷ দেখে নিন সেই ভিডিও৷
advertisement
advertisement
এদিকে টুইঙ্কল খান্নাও চুটিয়ে ছুটি এনজয় করছেনসেখানে শিফনের খোলামেলা পোশাকে দারুণ লাস্যময়ী দেখাচ্ছে অক্ষয়ের ঘরণীকে৷
advertisement
advertisement
এদিকে অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কল খান্নার জন্মদিনের দিন তাঁর নিজের বাবা রাজেশ খান্নারও জন্মদিন৷ তাই টুইঙ্কল খান্না নিজের বাবার সঙ্গে নিজের সুন্দর এক ছবি পোস্ট করেছেন৷
সব মিলিয়ে ৪৮ -র টুইঙ্কল খান্নার জন্মদিন একেবারে সুপারহিট৷ অক্ষয়ের সঙ্গে রোমান্টিক ছবিতে এখনও একদম শুরুর রোমান্সের ঝলকই পাচ্ছেন ফ্যানরা৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 29, 2021 10:43 AM IST