হোম /খবর /বিনোদন /
'গিরের বাসিন্দারা লাঠি দিয়ে সিংহ তাড়ান!' অমিতাভ বচ্চনের পোস্ট করা ভিডিও ভাইরাল

'গিরের বাসিন্দারা লাঠি দিয়েই সিংহ তাড়ান!' অমিতাভ বচ্চনের পোস্ট করা ভিডিও ভাইরাল

কয়েকটি সিংহ একটি গোরু শিকার করে ছিঁড়ে মাংস খেতে ব্যস্ত৷ একেবারে কুকুরের মতো লাঠি নিয়ে সিংহগুলিকে তাড়াচ্ছেন গ্রামের মানুষ৷ এই ভিডিওটি ফেসবুক-এ শেয়ার করেছেন মেগাস্টার অমিতাভ বচ্চন৷ ভিডিও-টি গুজরাতের গির এলাকার৷

  • Last Updated :
  • Share this:

কয়েকটি সিংহ একটি গরু শিকার করে ছিঁড়ে মাংস খেতে ব্যস্ত৷ একেবারে কুকুরের মতো লাঠি নিয়ে সিংহগুলিকে তাড়াচ্ছেন গ্রামের মানুষ৷ এই ভিডিওটি ফেসবুক-এ শেয়ার করেছেন মেগাস্টার অমিতাভ বচ্চন৷ ভিডিও-টি গুজরাতের গির এলাকার৷

বিগ বি লিখছেন, 'গির-এর বাসিন্দারা লাঠি দিয়ে সিংহ তাড়ায়৷ এটা সত্যি৷ আমি নিজে চোখে দেখেছি৷ গুজরাত ট্যুরিজম-এর শ্যুটিংয়ের সময় গিরে একটা জায়গায় দেখেছিলাম, কয়েকটি সিংহ জল খাচ্ছে৷ আমাদের গাড়ি দেখেই পালায়৷ আমরা অনেক চেষ্টা করেও ভিডিও করতে পারিনি সিংহগুলির৷ গ্রামবাসীরা দিব্য জিপ থেকে নেমে লাঠি নিয়ে ওই সিংহগুলিকে তাড়িয়ে ফের জল খাওয়ার ওই জায়গাটায় নিয়ে চলে এল৷ আমরা অবাক! মনে হল যেন গবাদি পশুকে নিয়ে এল৷ আমরা জিগ্গেস করতে ওঁরা বললেন, কয়েক পুরুষ ধরেই তাঁরা এই কাজটি করছেন৷'

https://www.facebook.com/AmitabhBachchan/posts/3577866772247086

অমিতাভ বচ্চনের শেয়ার করা ওই ভিডিওটি আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ ভিডিওটি দেড় হাজারের বেশি মানুষ শেয়ার করেছেন৷

Published by:Arindam Gupta
First published:

Tags: Amitabh Bachchan, Asiatic Lion, Gir Forest, Viral Video