জেনেলিয়ার সামনেই পরস্ত্রী’কে চুমু খেলেন রীতেশ! রেগে ভয়ঙ্কর কাণ্ড করলেন নায়িকা

Last Updated:

পাশেই দাঁড়িয়ে ছিলেন জেনেলিয়া । গোটা ঘটনাটিই প্রত্যক্ষ করছিলেন তিনি । ধীরে ধীরে তাঁরমুখের অভিব্যক্তিগুলো বদলে যেতে থাকে ।

#মুম্বই: রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা । বলিউডের মিষ্টি একটি জুটি। 'তুঝে মেরি কসম' সিনেমায় কাজ করতে করতেই তাঁদের প্রেম ও বিয়ে। এখন দুই সন্তানের বাবা রিতেশ। লকডাউন জুড়ে গৃহবন্দি এই সেলেব দম্পতি তাঁদের ভক্তদের কাছে অনেক মজার মজার ভিডিও নিয়ে এসেছেন। সকলকে আনন্দ দিয়েছেন । রিতেশ-জেনেলিয়া সবসময়ই হাসিখুশি আর প্রাণবন্ত থাকেন । তাঁদের দেখে অন্যরাও অনুপ্রাণিত হন । তাঁদের মজার কাণ্ড-কারখানা আর আনন্দদায়ক নানারকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায় । এই তারকা জুটির খুনসুটি দারুণ উপভোগ করেন দর্শকরা ।
সম্প্রতি জেনেলিয়া একটি পুরনো ভিডিও পোস্ট করেছেন । যা দেখে হেসেই খুন নেটিজেনরা । ভিডিওটি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের । ২০১৯ সালের IIFA Awards-এর মঞ্চে এমন মজার ঘটনাটি ঘটেছিল । ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিতেশ আর জেনেলিয়া । উপস্থিত ছিলেন প্রীতি জিন্টাও । প্রীতির সঙ্গে দেখা হতেই রিতেশ তাঁর সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন । প্রীতির হাতে চুমুও খান অভিনেতা । পাশেই দাঁড়িয়ে ছিলেন জেনেলিয়া । গোটা ঘটনাটিই প্রত্যক্ষ করছিলেন তিনি । ধীরে ধীরে তাঁরমুখের অভিব্যক্তিগুলো বদলে যেতে থাকে । হাসি হাসি মুখটি নিমেষে রাগে-দুঃখ ভারী হয়ে ওঠে । এরপরের স্ক্রিনেই দেখা যাচ্ছে, এই ঘটনার পর বাড়ি ফিরে রিতেশের উপর ঠিক কী ভাবে চড়াও হয়েছিলেন তিনি । আর তাতে রিতেশের কী দশাটাই না হয়েছিল ।
advertisement
View this post on Instagram

A post shared by Genelia Deshmukh (@geneliad)

advertisement
advertisement
গোটা ঘটনাটিই কিন্তু মজার ছলে পোস্ট করেছেন অভিনেত্রী । ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, ‘‘জানতে চান বাড়ি ফেরার পর কী হয়েছিল?’’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
জেনেলিয়ার সামনেই পরস্ত্রী’কে চুমু খেলেন রীতেশ! রেগে ভয়ঙ্কর কাণ্ড করলেন নায়িকা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement