Gehana Vasisth: মিলেছে সুপ্রিম 'রক্ষাকবচ'! পর্ন ভিডিও মামলায় আজ প্রপার্টি-সেলে হাজিরা অভিনেত্রী গহনা বশিষ্ঠের...

Last Updated:

Gehana Vasisth: পর্ন মামলায় (Pornography Case) গ্রেফতারি এড়াতে গহনা বশিষ্ঠ সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হন।

শীর্ষ আদালতে স্বস্তি গহনার
শীর্ষ আদালতে স্বস্তি গহনার
#মুম্বই: অভিনেত্রী গহনা বশিষ্ঠের (Gehana Vasisth) বিরুদ্ধে দায়ের করা দ্বিতীয় এফআইআর-এ সুপ্রিম কোর্ট থেকে স্বস্তি পাওয়ার পর আজ বৃহস্পতিবার তদন্তকারী সংস্থার সামনে হাজির হবেন গহানা। অভিনেত্রীকে তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে আদালত।
পর্ন মামলায় (Pornography Case) গ্রেফতারি এড়াতে গহনা বশিষ্ঠ (Gehana Vasisth) সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।পর্ন ভিডিও তৈরির অভিযোগে অভিনেত্রী গহনার বিরুদ্ধে দ্বিতীয় এফআইআর দায়ের করা হয়েছে। উল্লেখ্য এর আগে, পর্ন ভিডিও (Porn video Case) তৈরির জন্য কয়েক মাস জেলে ছিলেন তিনি। পর্নোগ্রাফি মামলায় রাজ কিন্দ্রার গ্রেফতারির পর ফের একবার সামনে চলে আসেন এই বিতর্কিত অভিনেত্রী।
advertisement
advertisement
তবে অভিনেত্রীকে(Gehana Vasisth) বেশ খানিকটা স্বস্তি দিয়ে সুপ্রিম কোর্ট পর্নোগ্রাফি মামলায় গহনা বশিষ্ঠের গ্রেপ্তার পূর্ব আগাম জামিন মঞ্জুর করেছে। একই মামলায় অভিযুক্ত অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাও।
advertisement
উল্লেখ্য, পর্ন র্যাকেটে  (Pornography Case) গহনা বশিষ্ঠের (Gehana Vasisth)  জড়িত থাকার অভিযোগে এর আগে মুম্বই পুলিশ তার বিরুদ্ধে এফআইআর দায়ের করার পর আগাম জামিন চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন অভিনেত্রী গহানা। কারণ এর আগে গত মাসে, মুম্বইয়ের একটি আদালত থেকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিতে অস্বীকার করেছিল গহানাকে। আদালতের যুক্তি ছিল যে অভিনেত্রীর বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা অত্যন্ত গুরুতর প্রকৃতির। এরপরে বোম্বে হাইকোর্টও এই মাসের শুরুর দিকে তার গ্রেপ্তার পূর্ব জামিনের আবেদন প্রত্যাখ্যান করেছিল। এরপরই অভিনেত্রী সুপ্রিম কোর্টে যান।
advertisement
একটি ওয়েবসাইটে শুটিং, পর্ন ভিডিও আপলোড করার অভিযোগে গহনাকে অপরাধ দমন শাখার মুম্বইয়ের প্রপার্টি সেল গ্রেফতার করে। অভিযোগকারীকে পর্নোগ্রাফি ভিডিওতে অভিনয় করতে বাধ্য করার জন্য তার একটি এফআইআরে নামও রয়েছে। বলা হয় যে ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশিত হওয়ার আগে যে 'সাহসী' দৃশ্যগুলি এডিট করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা করা হয়নি। দায়ের হওয়া এফআইআর এ অভিযোগ, যে ভিডিওগুলি করা হয়েছিল তার পরিচালক ছিলেন গহানা। এই মামলায় ২০১৭ সালের ফেব্রুয়ারিতে তাকে গ্রেফতার করা হয় এবং জুন মাসে তাকে জামিন দেওয়া হয়। আজ ফের মুম্বইয়ের প্রপার্টি সেলের সামনে হাজিরা অভিনেত্রীর।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Gehana Vasisth: মিলেছে সুপ্রিম 'রক্ষাকবচ'! পর্ন ভিডিও মামলায় আজ প্রপার্টি-সেলে হাজিরা অভিনেত্রী গহনা বশিষ্ঠের...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement