Ganesh Chaturthi 2021 | Mir: গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে সোশ্যালে নেটিজেনদের আক্রমণের মুখে মীর

Last Updated:

Ganesh Chaturthi 2021 | Mir: সোশ্যাল মিডিয়ায় গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন সঞ্চালক তথা অভিনেতা মীর।

#কলকাতা: সোশ্যাল মিডিয়ায় গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi 2021) শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন সঞ্চালক তথা অভিনেতা মীর (Mir)। ইনস্টাগ্রাম ও ফেসবুক দুই প্ল্যাটফর্মেই শুভেচ্ছা জানান তিনি। কিন্তু এই সাধারণ পোস্টের জন্যও তাঁকে তির্যক মন্তব্যে ভরিয়ে দিলেন বেশ কয়েকজন নেটিজেন। ফেসবুকে গণেশ চতুর্থী উপলক্ষে অনেকেই আজ শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। বাদ জাননি মীরও। আর তাতেই সমস্যার সূত্রপাত।
নেটিজেনদের তির্যক মন্তব্য, কেন নিজে মুসলিম ধর্মাবলম্বী হয়েও তিনি গণেশ চতুর্থীর জন্য শুভেচ্ছা জানালেন। বিষয়টি নিয়ে নেট দুনিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। মীর শুধু একটি গণেশ মূর্তির ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, "শুভ হোক। সুস্থ থাকুন। গণপতি বাপ্পা মোরিয়া।"
advertisement
সেই পোস্টের তলায় কেউ কমেন্ট করেছেন, "জাস্ট মনে করুন, উনার নাম মীর চক্রবর্তী, নয়তো মীর ঘোষ। এটা মনে করে, সরে যান। প্রত্যেকের কর্মফল দুনিয়ায় ও পরজীবনে সে অবশ্যই পাবে।" আর একজন লিখছেন, "নামটা চেইঞ্জ করে ফেলেন দাদা। নামের অপমান করছেন তো।" এই ধরনেরই বহু তির্যক কথা বলা হয়েছে মীরকে। কিন্তু সেসবে কান দেননি মীর। তিনি আগেও যে কোনও ধর্মেরই উৎসবে শুভেচ্ছা জানিয়ে এসেছেন। নিজে যে সম্প্রীতিতে বিশ্বাস করেন সেই বার্তাই দিয়ে এসেছেন বার বার।
advertisement
আরও পড়ুন- ১০ দিন গণেশকে এই ১০ রকমের মিষ্টি দিন! সিদ্ধিলাভ হবে, দূর হবে সমস্যা
তবে সবাই যে তাঁকে ট্রোল করেছেন এমন নয়। তাঁর অনুরাগীরা ধর্ম নির্বিশেষে তাঁর সমর্থনেও কথা বলেছেন। একজন লিখছেন, "মানবতা সেরা ধর্ম। মীরদা সেইটা পালন করে।"আর একজন লিখছেন, "স্রষ্টার প্রতিনিধিগণ একই সূত্রে মানবতা ও মুক্তির বাণী নিয়ে পৃথিবীতে আসেন। মানবতার জয় হোক।"
advertisement
তবে এই প্রথম নয়। এর আগেও বহুবার অন্য ধর্মের উৎসবে শুভেচ্ছা জানিয়ে ট্রোলড হয়েছেন মীর। নানা রকমের সমালোচনার মুখে পড়তে হয়েছে স্রেফ একটি শুভেচ্ছা বার্তার জন্য। এমনকি হুমকিও দেওয়া হয়েছে তাঁকে। এবারও ব্যতিক্রম হল না। তবে এবারও গুরুত্ব দেননি মীর আফসর আলি।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ganesh Chaturthi 2021 | Mir: গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে সোশ্যালে নেটিজেনদের আক্রমণের মুখে মীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement