Ganesh Chaturthi 2021| Taimur Ali Khan : নবাব পরিবারের গণেশ পুজো, হাত জোর করে তৈমুর বলছে গণপতি বাপ্পা...

Last Updated:

গণেশ চতুর্থীতে (Ganesh Chaturthi 2021) নিজে হাতে তৈমুর (Taimur) তৈরি করেছে মাটির গণেশ৷

#মুম্বই: গণেশ পুজোতে (Ganesh Chaturthi 2021) সেজে উঠেছে মুম্বই৷ যদিও করোনার ফলে এবারও খুব বেশি জাকজমক ধরা পড়েনি বাণিজ্য নগরীতে৷ তবে ঘরে ঘরে চলছে গণপতির আরাধনা (Ganesh Puja) ৷ বাদ যাননি বলিউড তারকারাও৷ (Bollywood stars celebrate Ganesh Chaturthi 2021)  প্রতি বছরের মতো নিয়ম করে এবারও তারকাদের ঘরে হচ্ছে গণেশ পুজো, যাতে সামিল হয়েছেন পরিবারের সকলে৷ এবং সেখানে ধর্ম কোনও বাধা হয়ে কখনই দাঁড়ায় না৷ তাই তো ছোট নবাব যেমন মন দিয়ে গণেশ পুজো করেন, কিং খানের বাড়িতে ধুমধাম করে হয় দিওয়ালি, তেমনই ইদ সেলিব্রেশনে মাতেন হৃতিক বা কাপুর খানদান৷ এবার গণপতির প্রর্থনা মন দিয়ে করল সইফ পুত্র তৈমুর (Taimur Ali Khan Ganesh Puja)৷ হাত জোর করে, চোখ বন্ধ করে প্রণাম করল গণপতিকে৷ মা করিনা সেই ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়৷
advertisement
সইফ-করিনার (Saif-Kareena) ছেলেদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় আগ্রহ মারাত্মক৷ যেমন তাদের নাম নিয়ে ট্রোলের মুখে পড়তে হয়, তেমনই নেটিজেনদের প্রিয় তৈমুর-জাহাঙ্গীর (Taimur-Jahangir)৷ ছোট থেকে তৈমুর ছিল সেনসেশন৷ এখন জাহাঙ্গীরের এক ঝলক পেতে মরিয়া পাপারাৎজিরা৷ এতটাই তাকে নিয়ে বাড়াবাড়ি করা হয় যে, ছোট্ট তৈমুর নিজেও বিরক্ত হয় ক্যামেরা দেখে৷ তবে নিস্তার নেই, সেলেব পুত্র বলে কথা৷ এবার সেই ছেলের ছবি নিজেই পোস্ট করলেন মা৷ এত সুন্দর করে ঈশ্বর বন্দনা করছে তৈমুর, যা দেখে সকলেই অভিভূত৷ প্রথমে তাকে মা করিনা কিছুটা সাহায্য করেছেন ঠিকই, কিন্তু তারপর থেকে সে নিজেই মন দিয়ে পুজো করছে৷ বাবা সইফ সবসময় রয়েছেন ছোট্ট তৈমুরের পাশে৷
advertisement
advertisement
তবে শুধু গণেশ প্রণামে শেষ হয়নি তৈমুরের ভক্তি (Ganesh Chaturthi Taimur Ali Khan)৷ নিজে হাতে সে বানিয়েছে ছোট্ট গণেশ৷ এখন নানা রকম খেলা শিখছে তৈমুর৷ যার মধ্যে মাটির জিনিষও তৈরি করতে শিখছে ছোট্ট এই নবাব৷ এবং গণেশ চতুর্থীতে নিজে হাতে সে তৈরি করেছে মাটির গণেশ৷ রঙিন এই গণেশরে বাহনও তৈরি হয়েছে টিম টিমের হাতে (Tim Tim makes clay Ganesh)৷ মা করিনা ছেলের এই কীর্তির ছবিও তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়৷ সব মিলিয়ে সইফ-করিনার ঘরে বেশ জমে উঠেছে এবছরের গণেশ চতুর্থী৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ganesh Chaturthi 2021| Taimur Ali Khan : নবাব পরিবারের গণেশ পুজো, হাত জোর করে তৈমুর বলছে গণপতি বাপ্পা...
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement