• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • শুধুমাত্র এই কারণেই সাত তাড়াতাড়ি গোপনে বিয়ে সেরেছিলেন নেহা ধুপিয়াা

শুধুমাত্র এই কারণেই সাত তাড়াতাড়ি গোপনে বিয়ে সেরেছিলেন নেহা ধুপিয়াা

Neha Dhupia, বিয়ের দিন নেহা-অঙ্গদ ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷

Neha Dhupia, বিয়ের দিন নেহা-অঙ্গদ ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷

কিন্তু সেই ‘হুশ-হাশ’ বিয়ের রহস্য কী ? এতদিনে মুখ খুললেন নেহা ৷

 • Share this:

  #মুম্বই: একদিকে সে সময় গমগম করছিল কাপুর ভিলা ৷ সমসি্ত লাইম লাইট কেড়ে নিয়েছিল সেই বিগ ফ্যাট ওয়েডিং ৷ বলিউডের ফ্যাশনিস্তা সোনম কাপুরের বিয়ে বলে কথা ৷ সুতরাং একের পর এক ফ্ল্যাশের ঝলকানিতে চোখে ধাঁধাঁ লেগে যাওয়ার উপক্রম ৷ আর এই হৈ হুল্লোড়ের মধ্যেই টুক করে, পাপারাৎজিদের থেকে শতহস্ত দূরে থেকে বিয়ে করে নিয়েছিলেন আরও এক বলি অভিনেত্রী ৷ ১০ মে নিজের থেকে ২ বছরের ছোট অঙ্গদ বেদিকে বিয়ে করেন নেহা ধুপিয়া ৷ কাকপক্ষীকেও টের পেতে দেননি তিনি ৷ কিন্তু সেই ‘হুশ-হাশ’ বিয়ের রহস্য কী ? এতদিনে মুখ খুললেন নেহা ৷ প্রথমে খবর ছড়িয়েছিল, সম্ভবত নেহা গর্ভবতী ৷ সে কারণেই হুট করে বিয়ে করে ফেললেন তিনি ৷ কিন্তু সেই খবর যে নিছকই গুজব ছিল তা কিছুদিনের মধ্যেই বোঝা গিয়েছে ৷ সত্যি ঘটনাটা কী ? সে কথা জানালেন অভিনেত্রী নিজেই ৷

  আরও পড়ুন: সাবধান ! এই রূপে সুহানা খানকে দেখার আগে দু’বার ভাবুন

  সম্প্রতি ফিল্ম ফেয়ারকে দেওয়া একটি সাক্ষাৎকারে নেহা জানান, ‘‘অঙ্গদ কোনওদিন চাননি আমরা প্রেমিক-প্রেমিকার মতো ডেট করি ৷ হয় ভাল বন্ধু হয়ে থাকো, নয়তো বিয়ে করে নাও ৷ এভাবে বিয়ে করায় অনেকেই অবাক হয়েছিলেন ৷ কিন্তু অঙ্গদ প্রথম থেকেই এ ব্যাপারে খুব পরিষ্কার ছিল৷’’ সে না হয় বোঝা গেল, কিন্তু এরকম গোপনে বিয়ে কেন ? নেহার উত্তর, তাঁরা দু’জনেই আসলে খুব প্রাইভেট মানুষ ৷ নিজেদের ব্যাক্তিগত জীবন মিডিয়ার সামনে আনতে পছন্দ করেননা কেউই ৷ তাই ব্যক্তিগত পরিসরে এড়িয়ে চলেন মিডিয়াকে ৷ আর সে জন্যই এই সিক্রেট ম্যারেজের সিদ্ধান্ত ৷

  First published: