শুধুমাত্র এই কারণেই সাত তাড়াতাড়ি গোপনে বিয়ে সেরেছিলেন নেহা ধুপিয়াা

Last Updated:

কিন্তু সেই ‘হুশ-হাশ’ বিয়ের রহস্য কী ? এতদিনে মুখ খুললেন নেহা ৷

#মুম্বই: একদিকে সে সময় গমগম করছিল কাপুর ভিলা ৷ সমসি্ত লাইম লাইট কেড়ে নিয়েছিল সেই বিগ ফ্যাট ওয়েডিং ৷ বলিউডের ফ্যাশনিস্তা সোনম কাপুরের বিয়ে বলে কথা ৷ সুতরাং একের পর এক ফ্ল্যাশের ঝলকানিতে চোখে ধাঁধাঁ লেগে যাওয়ার উপক্রম ৷ আর এই হৈ হুল্লোড়ের মধ্যেই টুক করে, পাপারাৎজিদের থেকে শতহস্ত দূরে থেকে বিয়ে করে নিয়েছিলেন আরও এক বলি অভিনেত্রী ৷ ১০ মে নিজের থেকে ২ বছরের ছোট অঙ্গদ বেদিকে বিয়ে করেন নেহা ধুপিয়া ৷ কাকপক্ষীকেও টের পেতে দেননি তিনি ৷ কিন্তু সেই ‘হুশ-হাশ’ বিয়ের রহস্য কী ? এতদিনে মুখ খুললেন নেহা ৷
প্রথমে খবর ছড়িয়েছিল, সম্ভবত নেহা গর্ভবতী ৷ সে কারণেই হুট করে বিয়ে করে ফেললেন তিনি ৷ কিন্তু সেই খবর যে নিছকই গুজব ছিল তা কিছুদিনের মধ্যেই বোঝা গিয়েছে ৷ সত্যি ঘটনাটা কী ? সে কথা জানালেন অভিনেত্রী নিজেই ৷
advertisement
advertisement
সম্প্রতি ফিল্ম ফেয়ারকে দেওয়া একটি সাক্ষাৎকারে নেহা জানান, ‘‘অঙ্গদ কোনওদিন চাননি আমরা প্রেমিক-প্রেমিকার মতো ডেট করি ৷ হয় ভাল বন্ধু হয়ে থাকো, নয়তো বিয়ে করে নাও ৷ এভাবে বিয়ে করায় অনেকেই অবাক হয়েছিলেন ৷ কিন্তু অঙ্গদ প্রথম থেকেই এ ব্যাপারে খুব পরিষ্কার ছিল৷’’
সে না হয় বোঝা গেল, কিন্তু এরকম গোপনে বিয়ে কেন ? নেহার উত্তর, তাঁরা দু’জনেই আসলে খুব প্রাইভেট মানুষ ৷ নিজেদের ব্যাক্তিগত জীবন মিডিয়ার সামনে আনতে পছন্দ করেননা কেউই ৷ তাই ব্যক্তিগত পরিসরে এড়িয়ে চলেন মিডিয়াকে ৷ আর সে জন্যই এই সিক্রেট ম্যারেজের সিদ্ধান্ত ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শুধুমাত্র এই কারণেই সাত তাড়াতাড়ি গোপনে বিয়ে সেরেছিলেন নেহা ধুপিয়াা
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement