বিক্রি হয়ে যাচ্ছে কাপুরদের 'আর কে স্টুডিও' ! শেষবারের মতো পালিত হল গণেশ চতুর্থী ! দেখুন ভিডিও
Last Updated:
#মুম্বই: সলমন খান থেকে সঞ্জয় দত্ত, শিল্পা শেট্টি কুন্দ্রা, জীতেন্দ্র... বলিটাউনের সেলেবরা মহা সমারোহে, ধুমধাম করে পালন করেন গণেশ চতুর্থী। কিন্তু ইন্ডাস্ট্রির সবথেকে প্রাচীন, বিখ্যাত ও জনপ্রিয় 'আর কে স্টুডিও'য়ে কাপুরদের গণেশ চতুর্থীর অনুষ্ঠান। বছরের পর বছর জাকজমকের সঙ্গে কাপুর খানদান আরাধনা করে আসছেন গণপতি বাপ্পার! গণেশ চতুর্থীর পুজো ও বিসর্জনের দিন গোটা পরিবার একত্র হন। অনুষ্ঠানের ঝিল্লিতে চোখে ঝিলমিল লেগে যায় !
কিন্তু এই শেষ! বিক্রি হয়ে যাচ্ছে বহু স্মৃতি বিজরিত 'আর কে স্টুডিও'। গত বছর আগুন লাগে ৭০ বছরের এই স্টুডিওতে। সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় স্টুডিওর অনেকটা অংশ। স্টুডিও মেরামত করা লাভজনক মনে করেননি কাপুর-রা! সিদ্ধান্ত নেন স্টুডিও বিক্রির। তবে, প্রতিবছরের মতো এদিন শেষবারের জন্য হলেও পালিত হল গণেশ চতুর্থী! হাজির ছিলেন কাপুর-রা! যদিও ' ছোটে কাপু' রণবীর ছিলেন না! তিনি বুলগেরিয়ায় 'ব্রহ্মাস্ত্র'-র শুটিংয়ে ব্যস্ত। শেষ বছরের অনুষ্ঠানেও জৌলুসের কোনও খামতি ছিল না! তব, সব জাকজমক ছাপিয়ে কোথায় যেন স্পষ্ট হয়ে উঠল রণধীর কাপুরের ইমোশন-- এই শেষ! আর কে স্টুডোও-তে আর আসবেন না গণপতি বাপ্পা...
advertisement
দেখুন ভিডিও-
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 13, 2018 6:32 PM IST