#মুম্বই: সলমন খান থেকে সঞ্জয় দত্ত, শিল্পা শেট্টি কুন্দ্রা, জীতেন্দ্র... বলিটাউনের সেলেবরা মহা সমারোহে, ধুমধাম করে পালন করেন গণেশ চতুর্থী। কিন্তু ইন্ডাস্ট্রির সবথেকে প্রাচীন, বিখ্যাত ও জনপ্রিয় 'আর কে স্টুডিও'য়ে কাপুরদের গণেশ চতুর্থীর অনুষ্ঠান। বছরের পর বছর জাকজমকের সঙ্গে কাপুর খানদান আরাধনা করে আসছেন গণপতি বাপ্পার! গণেশ চতুর্থীর পুজো ও বিসর্জনের দিন গোটা পরিবার একত্র হন। অনুষ্ঠানের ঝিল্লিতে চোখে ঝিলমিল লেগে যায় !
কিন্তু এই শেষ! বিক্রি হয়ে যাচ্ছে বহু স্মৃতি বিজরিত 'আর কে স্টুডিও'। গত বছর আগুন লাগে ৭০ বছরের এই স্টুডিওতে। সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় স্টুডিওর অনেকটা অংশ। স্টুডিও মেরামত করা লাভজনক মনে করেননি কাপুর-রা! সিদ্ধান্ত নেন স্টুডিও বিক্রির। তবে, প্রতিবছরের মতো এদিন শেষবারের জন্য হলেও পালিত হল গণেশ চতুর্থী! হাজির ছিলেন কাপুর-রা! যদিও ' ছোটে কাপু' রণবীর ছিলেন না! তিনি বুলগেরিয়ায় 'ব্রহ্মাস্ত্র'-র শুটিংয়ে ব্যস্ত। শেষ বছরের অনুষ্ঠানেও জৌলুসের কোনও খামতি ছিল না! তব, সব জাকজমক ছাপিয়ে কোথায় যেন স্পষ্ট হয়ে উঠল রণধীর কাপুরের ইমোশন-- এই শেষ! আর কে স্টুডোও-তে আর আসবেন না গণপতি বাপ্পা...
দেখুন ভিডিও-
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Last Ganesh Chaturthi, RK Studio