#কলকাতা: 'আগে ওকে বারবার দেখেছি/লালরঙের শাড়িতে/দালিম ফুলের মতো রাঙা/আজ পড়েছে কালো রেশমের কাপড়/আঁচল তুলেছে মাথায়…'। সেই রবীন্দ্রনাথের হারিয়ে যাওয়া প্রেমিকা মেয়েটা হোক অথবা বাঙালির কোনও উৎসবে নারী-- মেয়েদের জীবনের কোনও আয়োজনই কি পূর্ণতা পায় শাড়ি ছাড়া? বিয়ে, বরণ বা বিদায়-- কোথায় নেই শাড়ির ছোঁয়া? নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম পোশাকের মধ্যে রয়েছে শাড়ি। যুগ যুগ ধরে এর চল। নারীর যুগান্তরের গৌরব হয়ে উঠেছে শাড়ি। পুজোর সাজ তো শাড়ি ছাড়া চলেই না (Durga Puja 2021 | Malaika Arora in Saree)।
বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা নিজের ফ্যাশন সেন্সে বরাবরই চমক দেন। জিম পোশাক হোক কিংবা সুইমস্যুট-- সবেতেই মালাইকা একজন সত্যিকারের ফ্যাশনিস্তা। কিন্তু সাবেদি সাজেও যে এমন অসাধারণ দেখাবে তাঁকে, তা এই ছবিগুলি না দেখলে বোঝাই যেত না। মাঝে মাঝেই শাড়ি পরেন মালাইকা। ডান্স রিয়ালিটি শো-এর বিচারকের আসনেও শাড়ি পরে হামেশাই দেখা যায় তাঁকে। এবারের পুজোর সাজে আপনি কিন্তু সহজেই মালাইকার শাড়ি ও সাজ থেকে টিপস নিতেই পারেন (Durga Puja 2021 | Malaika Arora in Saree)।
View this post on Instagram
View this post on Instagram
ট্র্যাডিশনাল হ্যান্ডলুম থেকে আগে থেকে ড্রেপ করা শাড়ি, নানা শাড়িতেই মোহময়ী সাজতে জানেন মালাইকা। কিছুদিন আগে মণীশ মলহোত্রার ডিজাইন করা এই নীল শাড়িতে দেখা গিয়েছিল নায়িকাকে। শাড়িতে রয়েছে সিলবার সিক্যুইনের কাজ। এই শাড়ি মালাইকা পরেছিলেন ব্রালেট ব্লাউজ দিয়ে। সঙ্গে পোল্কি চোকার ও ম্যাচিং কানের দুল পরেছিলেন তিনি। চুল খুলে সাধারণ ব্লো ড্রাই করা ছিল। স্মোকি চোখ ও লাল রঙের লিপস্টিকে মোহময়ী হয়ে উঠেছিলেন মালাইকা। যে কোনও উৎসবের দিনে এমন সাজ কিন্তু আপনি ট্রাই করতে পারেন।
আরও পড়ুন: শুধু বিয়েতে নয়, বেনারসি শাড়ির সাজ এখন পুজোতেও! রইল সেরা সুলুকসন্ধান
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
মালাইকা নিজেও শাড়ি পরতেও পছন্দ করেন। নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন এই কমলা-লাল সোনালি বেনারসি শাড়ি পরা ছবি। শাড়ির সঙ্গে ভারী গয়নাও পরেছিলেন তিনি। চোকার ও নেকলেস দুই-ই পরেছিলেন তিনি। সঙ্গে ব্যাঙ্গলস ও কানের দুল ম্যাচিং। সাজ সম্পূর্ণ করেছে লাল টিপ। হাল্কা মেক-আপ ও চুল আলগা বেঁেধ রাখার এই স্টাইল কিন্তু অবশ্যই পুজোয় ট্রাই করতে পারেন। (Durga Puja 2021 | Malaika Arora in Saree)
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Durga Puja 2021, Malaika Arora, Puja-fashion-2021