Durga Puja 2021 | Benarasi Saree: শুধু বিয়েতে নয়, বেনারসি শাড়ির সাজ এখন পুজোতেও! রইল সেরা সুলুকসন্ধান
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম পোশাকের মধ্যে রয়েছে শাড়ি। যুগ যুগ ধরে এর চল। নারীর যুগান্তরের গৌরব হয়ে উঠেছে শাড়ি। (Durga Puja 2021 | Benarasi Saree)
'আগে ওকে বারবার দেখেছি/লালরঙের শাড়িতে/দালিম ফুলের মতো রাঙা/আজ পড়েছে কালো রেশমের কাপড়/আঁচল তুলেছে মাথায়…'। সেই রবীন্দ্রনাথের হারিয়ে যাওয়া প্রেমিকা মেয়েটা হোক অথবা বাঙালির কোনও উৎসবে নারী-- মেয়েদের জীবনের কোনও আয়োজনই কি পূর্ণতা পায় শাড়ি ছাড়া? বিয়ে, বরণ বা বিদায়-- কোথায় নেই শাড়ির ছোঁয়া? (ছবি-- কাতান বেনারসি কোরিয়াল। বাঁ থেকে ডান- ওয়াকালাম, চাঁদবালি, সোনারূপা ও জংলা। ব্রাইডাল রেঞ্জ। সৌ: ইন্ডিলুম/সুজাতাম লাইফস্টাইল)
advertisement
নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম পোশাকের মধ্যে রয়েছে শাড়ি। যুগ যুগ ধরে এর চল। নারীর যুগান্তরের গৌরব হয়ে উঠেছে শাড়ি। আর বেনারসি শাড়ির সেগুলির মধ্যে অন্যতম। মেয়েদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় বিয়েতে বেনারসি শাড়ি ছাড়া চলেই না। (ছবি-- কাডওয়া কাতান বেনারসি জংলা। সৌ: ইন্ডিলুম/সুজাতাম লাইফস্টাইল)
advertisement
পছন্দের বেনারসি এখন শুধু বিয়েতে না, বরং পুজোর সাজেও এনেছে অন্য ছোঁয়া। (ছবি-- বাঁ থেকে ডান- ব্রোকেড কাতান বেনারসি, কাতান বেনারসি কোরিয়াল, কাতান বেনারসি জংলা পাওরি উইভ, শেষটিও এক। সৌ: ইন্ডিলুম/সুজাতাম লাইফস্টাইল)
advertisement
শাড়ি বোধহয় একমাত্র জোড়া না লাগা পোশাক। শতাব্দীর পর শতাব্দী ধরে এটা কেবল আবেদনময়ী, জমকালো পোশাকই নয়, বরং হয়ে উঠেছে শিল্পীদের অনবদ্য ক্যানভাস। যেখানে তাঁতি, বুননশিল্পী ও নকশাকার সুতা, রং, নকশা ও চুমকি-পাথরের অনন্য খেলায় মেতে ওঠেন। (ছবি-- কাতান বেনারসি জামেওয়ার। সৌ: ইন্ডিলুম/সুজাতাম লাইফস্টাইল)
advertisement
মূলত সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রথম শাড়ির প্রচলন শুরু হয়। তারা মনে করত সেলাই করা বা জোড়া দেওয়া কাপড় অপবিত্র। (ছবি- মাশরু কাতান বেনারসি কাডওয়া মীনাকারি, প্রিমিয়াম রেঞ্জ। সৌ: ইন্ডিলুম/সুজাতাম লাইফস্টাইল)
advertisement
আবার এরকম একটা ধারণাও তাদের মধ্যে প্রচলিত ছিল যে, নাভিমূলই জীবন ও সৃষ্টির উৎস এবং তা খুবই গুরুত্বপূর্ণ, তাই শাড়িতে তা উন্মুক্ত রাখা হত। সিন্ধু এলাকার মহিলাদের এই কটিবন্ধ তখন নাম পায় নিভি। (ছবি- বাঁ থেকে ডান- কাতান বেনারসি কানি উইভ, কোরা বেনারসি কোরিয়াল, কাতান বেনারসি বর্ডার ও আঁচল, কোরা বেনারসি সোনারূপা কোরিয়াল। সৌ: ইন্ডিলুম/সুজাতাম লাইফস্টাইল)
advertisement
মহিলাদের এই কটিবন্ধ ভারতবর্ষে বহুল প্রচলিত শাড়ির অগ্রদূত। সিন্ধু সভ্যতার পরের বিভিন্ন মহাকাব্য থেকে প্রাপ্ত তথ্য থেকে দেখা যায় পরবর্তীতে কাঁচুকি নামে এক টুকরো কাপড় শরীরের উপরের অংশে জড়িয়ে পরার প্রচলন নারীদের মধ্যে ছিল যা থেকে ব্লাউজের প্রচলন শুরু হয়। (ছবি- কাতান বেনারসি কোরিয়াল জংলা মীনাকারি, প্রিমিয়াম রেঞ্জ। সৌ: ইন্ডিলুম/সুজাতাম লাইফস্টাইল)
advertisement
প্রাচীনকালে পর্তুগালের এক পর্যটকের বর্ণনা থেকে জানা যায় তখন মেয়েদের সারা শরীরে রেশম বা সুতির কাপড় জড়ানো দেখা যেতো। প্রথম শ্রেণীর বিভিন্ন সাহিত্যকর্মে, বিশেষ করে বিভিন্ন মহাকাব্যে, নারীদের বর্ণনা দেয়া হয়েছে সোনা ও বিভিন্ন মণি-মুক্তা খচিত শাড়িতে। (ছবি- বাঁ থেকে ডান- কোরিয়াল জংলা শিকার্গ কাতান বেনারসি সুপার এক্সক্লুসিভ, ভিনটেজ রিভাইভাল ওয়াকালাম কোরিয়াল কাতান বেনারসি, কোরিয়াল কাতান বেনারসি সঙ্গে কনট্রাস্ট বর্ডার, কোরিয়াল কাতান বেনারসি লেহেরিয়া। সৌ: ইন্ডিলুম/সুজাতাম লাইফস্টাইল)
advertisement
সাহিত্যের যুগ এবং পুরাণের যুগে মেয়েদের মধ্যে শাড়ির একটা অংশ মাথায় তোলার কোনও প্রচলন ছিল না, বিশেষ করে ধর্মীয় ও সামাজিক কোনও নিয়মানুযায়ী নয়। তারা যদি কেউ তা করত, তবে তা হত পোশাকের কারুকাজ ফুটিয়ে তুলতে। এই শাড়ি পরার চল প্রাচীনকাল থেকে শুরু করে আজও সমান জনপ্রিয়। ছোট ছোট মেয়েরাও সরস্বতী পুজোয় শাড়ি পরতে ভালোবাসে। যে কোনও অনুষ্ঠান-উৎসবেই শাড়ির প্রতি েময়েদের একটা আলাদা আকর্ষণ রয়েছে। (ছবি- কাতান বেনারসি কোরিয়াল, ব্রাইডাল রেঞ্জ। সৌ: ইন্ডিলুম/সুজাতাম লাইফস্টাইল)
advertisement
দুর্গাপুজোর প্রাক্কালে তাই রইল কলকাতার অন্যতম সেরা শাড়ি বিশেষ করে বেনারসিক ঠিকানা। বারাণসীতে তৈরি হওয়া এই অসাধারণ সব শাড়ির খোঁজ পাবেন বালিগঞ্জ হাজরা রোডের 'ইন্ডিলুম সুজাতাম লাইফস্টাইল'-এ। (ছবি- সবই কাতান বেনারসি কোরিয়াল। সৌ: ইন্ডিলুম/সুজাতাম লাইফস্টাইল)
advertisement
হাতেবোনা স্বপ্ন দেখানোই এই বুটিকের উদ্দেশ্য। এবারের পুজোয় মেয়েদের সাজানোর জন্য রয়েছে নানা ধরনের শাড়ির সম্ভার। (ছবি- কাতান বেনারসি কোরিয়াল বর্ডার জংলা বুটি। সৌ: ইন্ডিলুম/সুজাতাম লাইফস্টাইল)
advertisement
সখি কালেকশনে রয়েছে মূলত কাতান ও তষর। এটি শুরু হচ্ছে ১৩৫০০ টাকা থেকে কাতান ও ৮৫০০ টাকা থেকে তষর। (কাতান বেনারসি জংলা সোনারূপা কোরিয়াল, ব্রাইডাল রেঞ্জ। সৌ: ইন্ডিলুম/সুজাতাম লাইফস্টাইল)
advertisement
কোরা বেনারসি শুরু হচ্ছে ৬৫০০ টাকা থেকে খাদ্দি শুরু হচ্ছে ৫৫০০ টাকা থেকে। (ছবি- কাডওয়া সোনারূপা কোরা বেনারসি। সৌ: ইন্ডিলুম/সুজাতাম লাইফস্টাইল)
advertisement
প্রিমিয়াম রেঞ্জেও রয়েছে পৈঠানি কাতান ও একতারা। রয়েছে ডাবল তানি কাতান বেনারসি, পিওর কোরিয়াল, তষর জর্জেট, রঙ্গকট, মাশরু। (ছবি- কাতান ভাসকত পৈঠানি ফুল বডি জরি মীনাকারি, প্রিমিয়াম রেঞ্জ। সৌ: ইন্ডিলুম/সুজাতাম লাইফস্টাইল)
advertisement
রয়্যাল রেঞ্জ শুরু হচ্ছে ২৪৫০০ টাকা থেকে। ব্রাইডাল রেঞ্জের নাম রাখা হয়েছে রতি ও কাম্যা। রতি ও কাম্যার রেঞ্জ শুরু হচ্ছে ১৪৫০০ টাকা থেকে এবং মোক্ষ রেঞ্জ শুরু হচ্ছে ১২০০০ টাকা থেকে। শাড়ির সঙ্গে রয়েছে বেনারসি সালোয়ার শ্যুট ও ড্রেস মেটেরিয়াল। রয়েছে বেনারসি লেহেঙ্গা সেট ও দুপাট্টা। এবার পুজোয় শাড়ির সাজের জন্য অবশ্যই একবার ঢুঁ মারুন ইন্ডিলুম ইন্ডিয়া, 1st Floor, 54/1/2A, Hazra Road, Ballygaunge Phari, Kolkata 19 (Retail Store)। যোগাযোগ-- +91 9007361000 | +91 907376100 (ছবি- কাডওয়া কাতান বেনারসি জংলা। ব্রাইডাল রেঞ্জ। এক্সক্লুসিভ। সৌ: ইন্ডিলুম/সুজাতাম লাইফস্টাইল)