বিয়ে করলেন ‘দৃশ্যম’-এর নায়িকা শ্রিয়া শরণ, পাত্র কে?

Last Updated:

চুপিসাড়ে গাঁটছঁড়া বাঁধার রেওয়াজে আরও এক নতুন সংযোজন ৷ গোপন পারিবারিক অনুষ্ঠানে দীর্ঘদিনের রাশিয়ান বয়ফ্রেন্ড আন্দ্রেঁই কোশভের গলায় মালা দিলেন ‘দৃশ্যম’-এর অভিনেত্রী শ্রিয়া সরন ৷

#মুম্বই: চুপিসাড়ে গাঁটছঁড়া বাঁধার রেওয়াজে আরও এক নতুন সংযোজন ৷ গোপন পারিবারিক অনুষ্ঠানে দীর্ঘদিনের রাশিয়ান বয়ফ্রেন্ড আন্দ্রেঁই কোশভের গলায় মালা দিলেন ‘দৃশ্যম’-এর অভিনেত্রী শ্রিয়া শরণ ৷ গত ১২ মার্চ মুম্বইয়ে নিজের বাড়িতেই আন্তর্জাতিক টেনিস তারকা আন্দ্রেঁইকে বিয়ে করেছেন শ্রিয়া ৷ তবে এই শুভ অনুষ্ঠানে বলিউডকে এক প্রকার ব্রাত্যই করে রেখেছিলেন অভিনেত্রী ৷ বলি দুনিয়া থেকে একমাত্র মনোজ বাজপেয়ী এবং সাবানা আজমি আমন্ত্রিত ছিলেন আন্দ্রেঁই-শ্রিয়ার বিয়েতে ৷
প্রথম থেকেই ব্যাক্তিগত জীবন নিয়ে যথেষ্ট সাবধানী শ্রিয়া ৷ সম্পর্ক-প্রেম-বিয়ের কথা বরাবরই লাইম লাইট থেকে সচেতনভাবে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি ৷ এমনকী বহু বছর ধরে প্রেম করলেও পাপারাৎজিদের সামনে কখনও একসঙ্গে দেখা যায়নি আন্দ্রেঁই-শ্রিয়াকে ৷ বিয়েতেও তার ব্যাতিক্রম হল না ৷ বি-টাউন সূত্রে খবর, ১১ মার্চ মুম্বইতে হয়েছে তাঁদের প্রি-ওয়েডিং ৷ ১২ মার্চ সম্পূর্ণ হিন্দু রীতি মেনেই চার হাত এক হয়েছে তাঁদের ৷ বিয়ের দিন ছিমছাম গোলাপী শাড়িতে সেজেছিলেন শ্রিয়া ৷
advertisement
২০০১ সালে তেলুগু ‘ইশতাম’ দিয়ে সিনে জগতে পা রেখেছিলেন শ্রিয়া ৷ এর দু’বছর পর জেনেলিয়া ডি’সুজা এবং রিতেশ দেশমুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন প্রথম বলিউড ছবি ‘তুঝে মেরি কসম’ ছবিতে ৷ ২০১৫ সালে অজয় দেবগণ ও তব্বু অভিনীত ‘দৃশ্যমে’ তাঁর অভিনয় নজর কেড়েছিল দর্শকদের ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিয়ে করলেন ‘দৃশ্যম’-এর নায়িকা শ্রিয়া শরণ, পাত্র কে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement