Dilip Kumar Twitter Account: ভক্তদের সঙ্গে দিলীপ কুমারের শেষ সংযোগের অবসান, মুছে যাচ্ছে '@TheDilipKumar'!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
ঠিকই ধরেছেন, কথা হচ্ছে দিলীপ কুমার (Dilip Kumar) ও তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট নিয়ে (Dilip Kumar Twitter Account)।
#মুম্বই: প্রিয় অভিনেতাকে কিছুদিন আগেই চিরতরে হারিয়েছেন ভক্তরা। এবার তাঁর সঙ্গে রয়ে যাওয়া শেষ সংযোগটুকুও অবসানের পথে। ঠিকই ধরেছেন, কথা হচ্ছে দিলীপ কুমার (Dilip Kumar) ও তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট নিয়ে (Dilip Kumar Twitter Account)। দিলীপ কুমারের (Dilip Kumar) পারিবারিক বন্ধু ফয়জল ফারুকি (Faisal Farooqui) একটি ট্যুইটে এই খবর শেয়ার করেছেন অভিনেতার হাজার হাজার অনুরাগীর সঙ্গে। তিনি জানিয়েছেন, দিলীপ কুমারের ট্যুইটার অ্যাকাউন্টটি চিরকালের জন্য মুছে দেওয়া হবে (Dilip Kumar Twitter Account)। দিলীপ কুমারের স্ত্রী অভিনেত্রী সায়রা বানুর মত নিয়েই এই কাজ করা হবে।
দিলীপ কুমার বেঁচে থাকার সময়, তাঁর শেষ জীবনে এই বন্ধু ফয়জল ফারুকি (Faisal Farooqui) এবং সায়রা বানু (Saira Banu) দু'জনেই দিলীপ কুমারের (Dilip Kumar) ট্যুইটার অ্যাকাউন্টটি সামলাতেন। দিলীপ সাবের শারীরিক যে কোনও খবর, জন্মদিন, কোনও অনুষ্ঠানের আপডেট সেখানেই পেতেন ভক্তরা। এমনকী শেষবার দিলীপ কুমারের হাসপাতালে ভর্তি হওয়ার খবরও এই ট্যুইটারের ট্যুইটেই পেেয়ছিলেন গোটা বিশ্ববাসী। ফয়জল ফারুকি ট্যুইটে জানিয়েছেন, 'সায়রা বানুজির (Saira Banu) সঙ্গে দীর্ঘ সময় আলোচনা ও মতামতের পর আমি সিদ্ধান্ত নিয়েছিল প্রিয় দিলীপ সাবের এই ট্যুইটার অ্যাকাউন্টটি বন্ধ করে দেব। ধন্যবাদ অবিরত আপনাদের সহযোগিতা ও ভালোবাসার জন্য-- ফয়জল ফারুকি' (Dilip Kumar Twitter Account)।
advertisement
After much discussion and deliberation and with the consent of Saira Banu ji, I hv decided to close this twitter account of beloved Dilip Kumar Saab. Thank you for your continuous love and support. -Faisal Farooqui pic.twitter.com/NAabHe1DZu
— Dilip Kumar (@TheDilipKumar) September 15, 2021
advertisement
advertisement
গত ৭ জুলাই মুম্বইয়ের খারে হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিলীপ কুমার। ৯৮ বছর বয়সে প্রয়াত হন বলিউডের এই সুপারস্টার অভিেনতা। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে শেষবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিলীপ কুমার। তাঁর মৃত্যুর পর প্রায় গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি দিলীপ কুমারের বাড়িতে উপস্থিত হয়েছিল। দিলীপ কুমারের নিথর দেহের সামনে বসে দীর্ঘ সময় কাঁদতে দেখা গিয়েছিল তাঁর চিরজীবনের সঙ্গী ও স্ত্রী সায়রা বানুকে (Saira Banu)। পাশে বসে তাঁকে সান্ত্বনা দিতে দেখা গিয়েছিল শাহরুখ খানকেও। ১৯৬৬ সালে বিয়ে করেছিলেন দিলীপ কুমার ও সায়রা বানু। তাঁদের কোনও সন্তান নেই।
advertisement
আরও পড়ুন: দিলীপ কুমার আমাকে অভিনেতা হতে নিষেধ করেছিলেন: নাসিরুদ্দিন শাহ
কিছুদিন আগেই সায়রা বানুও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মুম্বইয়ের খারে হিন্দুজা হাসপাতালেই ভর্তি করা হয়েছিল তাঁকে। জানা যায়, উচ্চ রক্তচাপজনিত সমস্যা হওয়ার ফলেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। ৫৪ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন সায়রা বানু ও দিলীপ কুমার। গত ৭ জুলাই প্রয়াত হন দিলীপ কুমার। সেই সময় মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন স্ত্রী সায়রা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 16, 2021 9:10 PM IST