Dilip Kumar death: 'বেঁচে থাকার কারণটাই ছিনিয়ে নিলে?' দিলীপ কুমারের মৃত্যুর খবর শুনেই সায়রা বানুর প্রতিক্রিয়া কী ছিল, প্রকাশ করলেন চিকিৎসক

Last Updated:

মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ অভিনেতা।

#মুম্বই: বুধবার সকালে পরলোকে পাড়ি দিলেন কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার (Dilip Kumar)। ৯৮ বছরের বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর শুনে তাঁর স্ত্রী তথা অভিনেত্রী সায়রা বানুর (Saira banu) প্রথম প্রতিক্রিয়া কী ছিল তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন দিলীপ কুমারের চিকিৎসক। মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ অভিনেতা। সেই খবর শোনা মাত্রই সায়রা বানু বলেন, তাঁর বেঁচে থাকার এক মাত্র কারণটাও ঈশ্বর ছিনিয়ে নিলেন।
৩০ জুন শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিলীপ কুমার। হাসপাতালে পালমোনলজিস্ট জলিল পারকরের চিকিৎসাধীন ছিলেন তিনি। তিনিই প্রথন অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। সেই খবরটি সায়রা বানুর কাছে পৌঁছতে তিনি কী বলেন, তা সংবাদমাধ্যমের কাছে জানান এই চিকিৎসকই। সায়রা বানু বলেন, আমার বেঁচে থাকার কারণ‌টাই ছিনিয়ে নিলে ঈশ্বর! সাহাবকে ছাড়া আমি কোনও কিছু নিয়েই ভাবতে পারব না। সবাই প্রার্থনা করবেন।
advertisement
করোনা মহামারীর মধ্যে তাঁকে খুবই সাবধানে রাখা হয়েছিল। যদিও এর মধ্যে বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শেষে গত মঙ্গলবার ফের শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। প্রথম দিকে চিকিৎসায় সাড়া দিলেও শেষ পর্যন্ত ৯৮ বছরেই থামল তাঁর জীবন যাত্রা। তাঁর শরীর স্বাস্থ্য কেমন আছে তা নিয়ে মানুষকে খবরাখবর দিতেন স্ত্রী সায়রা বানুই। ‌
advertisement
advertisement
তিনি শেষ টুইট করেছিলেন, "দিলীপ কুমার সাব ভাল আছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতীশীল। তাঁকে এখনও ICU-তেই রেখে চিকিৎসা চলছে। আমরা তাঁকে বাড়ি নিয়ে যেতে চাই তাড়াতাড়ি, তবে চিকিৎসকরা কী পরামর্শ দেন, তার অপেক্ষায় রয়েছি। অনুরাগীদের সকলের প্রার্থনা কামনা করছি। আমরা খুব তাড়াতাড়ি ফিরব।"
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dilip Kumar death: 'বেঁচে থাকার কারণটাই ছিনিয়ে নিলে?' দিলীপ কুমারের মৃত্যুর খবর শুনেই সায়রা বানুর প্রতিক্রিয়া কী ছিল, প্রকাশ করলেন চিকিৎসক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement