২০১৯-এ রেজলিউশন জানাতে গিয়েই বেরিয়ে পড়ল দীপ-বীরের 'বেডরুম সিক্রেট' !
Last Updated:
#মুম্বই: ২০১৯-এর কিছু রেজলিউশন রয়েছে তাঁদের ৷ সেটা সোশ্যাল মিডিয়ায় জানাতে গিয়েছিলেন দীপিকা ৷ আর তাই করতে গিয়ে তাদের বেডরুমের কিছু সিক্রেট চলে এল সামনে ৷ দীপিকার পোস্টে আবার রণবীরের কমেন্টে সেই তথ্য আরও জোরদার করল ৷ জেনে নিন নতুন দম্পতির বেডরুমের কিছু সিক্রেট ৷
নতুন বিয়ে হয়েছে তাঁদের ৷ স্বপ্নের বিয়ে বললেও কম বলা হবে ৷ বলিউডের প্রথম সারির নায়িকা দীপিকা ৷ একই রকমভাবে বলিউডের একেবারে সামনের স্তরে থাকা নায়ক, রণবীর সিং ৷ তাদের প্রেম নিয়ে অনেক চর্চা ছিল ৷ আর বিয়ে নিয়েও ছিল যথেষ্ট উৎসাহ ৷ বিয়ে হয়েছিল সুদূর ইতালিতে ৷ তারপর একের পর এক রিসেপশনে নজর কাড়লেন তাঁরা ৷ এবার দেখুন এই নব বিবাহিত দম্পতির বেডরুমের কিছু ছবি ৷
advertisement
advertisement
নতুন বছরে নতুন রেজলিউশন ৷ নতুন জীবেনও কিছু নতুন প্রতিশ্রুতি করছেন দুজনে ৷ সেই মোতাবেক ঘরে রাখছেন কিছু বালিশ, যাতে লেখা রয়েছে ইউনিক, হারমনি, ওয়েল বিইং ৷ যার অর্থ দাঁড়ায় অভিনব, মিলন ও ভাল থাকা ৷ এই শব্দগুলিকেই মেনে চলবেন দীপিকা ও রণবীর ৷ দীপিকার পোস্টে রণবীরও উত্তর দিয়েছেন, জানিয়েছেন এইভাবেই চলবে তাদের আগামী দিনগুলি ৷
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 03, 2019 3:11 PM IST