পাপারাৎজি এড়িয়ে নয়, তৈমুরকে নিয়ে প্রকাশ্যে 'কোয়ালিটি টাইম' কাটালেন সেফ,করিনা
Last Updated:
বরাবরই তৈমুরকে মিডিয়া বা সাধারণ মানুষের থেকে দূরে সরিয়ে রাখেননি করিনা, সেফ। প্রকাশ্যে ছাদে, মিঠে রোদে সবাই মিলে মজা করলেন। ছবি উঠল, না রাস্তার লোক দেখল? 'কুছ পড়োয়া নেহি' নবাব সাহেব, বেগম সাহেবার!
#মুম্বই: বলিটাউনের সবথেকে জনপ্রিয় সদস্য এখন সেফ-করিনা পুত্র তৈমুর আলি খান। ফ্যানদের ঝাপাঝাপি, পাপারাৎজির বাড়াবাড়ি... কোনও কিছুতেই ঘাবড়ান না ছোটে নবাব। তিনি সবসময়ই 'কুল অ্যান্ড কাম'। সবে ফিরেছেন রাজস্থান থেকে। সেখানে 'বক্সার যুদ্ধ'-র প্রেক্ষাপটে সেফ-এর পিরিয়ড ড্রামা'র শুটিং চলছিল। মায়ের সঙ্গে উদয়পুরে পৌঁছে গিয়েছিলেন তৈমুরও।
ফিরে, এখন 'পার্টি টাইম'। বাবা, মা'র সঙ্গে ছোট্ট তৈমুর বেড়াতে গেলেন করিনার প্রিয় বন্ধু অমৃতা অরোরা-র বান্দ্রার বাড়িতে। মেয়ে ইনায়াকে নিয়ে এসেছিলেন সোহা আলি খান ও কুণাল খেমুও। বরাবরই তৈমুরকে মিডিয়া বা সাধারণ মানুষের থেকে দূরে সরিয়ে রাখেননি করিনা, সেফ। এদিনও, প্রকাশ্যে ছাদে, মিঠে রোদে সবাই মিলে মজা করলেন। ছবি উঠল, না রাস্তার লোক দেখল? 'কুছ পড়োয়া নেহি' নবাব সাহেব, বেগম সাহেবার!
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 20, 2018 3:24 PM IST