Baba Yadav: শাহরুখ, ঋত্বিক, মাধুরীকে শিখিয়েছেন নাচ! এবার বাংলায় অ্যাকাডেমি খুললেন বাবা যাদব

Last Updated:

Baba Yadav: ঋত্বিক রোশন থেকে শাহরুখ খান বলিউডে মাধুরী দীক্ষিত থেকে ঐশ্বর্য‍্য রাই সকলকেই সিনেমায় নাচের স্টাইল শিখিয়েছেন তিনি। এবার জেলায় বাংলার বুকে প্রথম নাচের একাডেমি খুললেন সেই বিখ্যাত কোরিওগ্রাফার তথা পরিচালক বাবা যাদব।

+
বাবা

বাবা যাদব

উত্তর ২৪ পরগনা: ঋত্বিক রোশন থেকে শাহরুখ খান বলিউডে মাধুরী দীক্ষিত থেকে ঐশ্বর্য‍্য রাই সকলকেই সিনেমায় নাচের স্টাইল শিখিয়েছেন তিনি। এবার জেলায় বাংলার বুকে প্রথম নাচের একাডেমি খুললেন সেই বিখ্যাত কোরিওগ্রাফার তথা পরিচালক বাবা যাদব। ১৯৯৭ সালে মহব্বত সিনেমায় কোরিওগ্রাফার হিসেবে শুরু কর্মজীবনের, তারপর থেকে লাগান,  দেবদাস সহ একাধিক হিট ছবি। এমনকী বাংলাতেও প্রেমের কাহিনি, পাগলু, বস সিনেমায় অভিনেতা জিৎ, দেব-এর মতো সুপারস্টারদের নিয়ে কাজ করেছেন বিখ্যাত এই কোরিওগ্রাফার।
বাংলা টেলিভিশনে অনুষ্ঠিত হওয়ার নাচের রিয়ালিটি শো গুলিতে যেভাবে জেলার প্রতিযোগীরা অংশ নেন, সেই জায়গা থেকে গুরুত্ব অনুধাবন করেই হাবড়াকে বেছে নিয়েছেন ডান্স একাডেমির জন্য। এদিন হিজলপুকুরে ক্যাফে জোন বিনোদন উদ্যানে এই একাডেমির উদ্বোধনে উপস্থিত ছিলেন বাবা যাদব স্বয়ং। এছাড়া উপস্থিত ছিলেন হাবরা পৌরসভার পৌর প্রধান নারায়ণ চন্দ্র সাহা বিশিষ্ট ব্যক্তিরা। এদিন বিখ্যাত এই কোরিওগ্রাফারকে দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন হাবড়ায়। মার্চ মাস থেকেই এই একাডেমিতে প্রশিক্ষণ শুরু করবেন তিনি বলেই জানান।
advertisement
advertisement
আরও পড়ুনঃ আলুতেই তরতরিয়ে কমবে ওজন! শুধু এই ‘সহজ’ উপায়ে খান! মাখনের মতো গলবে পেটের জেদি মেদ!
শুধু প্রতিযোগিতায় নয়, বয়স্ক মহিলা ও গৃহবধূদের জন্যও বিশেষ শরীর সচেতনতার জুম্বা ক্লাস রাখার কথা জানালেন বলিউড এই কোরিওগ্রাফার। এই একাডেমীর সংলগ্ন ক্যাফেড এরিয়া থাকায় নাচের পাশাপাশি মনোরঞ্জনও মিলবে। সঙ্গে থাকছে পেট পুজোর ব্যবস্থাও। ফলে আগামী দিনে বলিউড ও টলিউডের জেলার বহু ছেলে মেয়ে সুযোগ পাবেন বাবা যাদবের হাত ধরে বলেই মনে করছেন অনেকে।
advertisement
 Rudra Narayan Roy 
বাংলা খবর/ খবর/বিনোদন/
Baba Yadav: শাহরুখ, ঋত্বিক, মাধুরীকে শিখিয়েছেন নাচ! এবার বাংলায় অ্যাকাডেমি খুললেন বাবা যাদব
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement