আশারামের সঙ্গে একই জেলে রাত কাটাবেন সলমন, মিলবে না কোনও বাড়তি সুবিধা
Last Updated:
গাড়িচাপা মামলায় নিষ্কৃতি পেলেও কৃষ্ণসার হরিণ শিকারে শাস্তি এড়াতে পারলেন না ভাইজান।
#যোধপুর: গাড়িচাপা মামলায় নিষ্কৃতি পেলেও কৃষ্ণসার হরিণ শিকারে শাস্তি এড়াতে পারলেন না ভাইজান। বরং আরও চেপে বসল আইনের ফাঁস। শাস্তি ঘোষণার পর কান্নায় ভেঙে পড়েছে পরিবার। কিন্তু, বিচারকের নির্দেশের পরও অবিচল রুপোলি পর্দার নায়ক। শুরু করেছেন পালটা আইনি লড়াই।
উচ্চ আদালতে অন্তর্বর্তী জামিনের আর্জি করেছেন সলমন। তবে তার শুনানি আগামিকাল সকালে। ফলে, আজ যোধপুর সেন্ট্রাল জেলেই কাটাতে হবে ভাইজানকে। এই মামলায় বেকসুর সইফ আলি খান, সোনালি বেন্দ্রে, নীলম ও তাব্বু।
মেডিকেল পরীক্ষার পর সলমনকে জেলে নিয়ে যাওয়া হয় ৷ ব্যারাক নম্বর ২ সলমনকে রাখা হয়েছে ৷ জোধপুর সেন্ট্রাল জেলে ধর্ষণের দায়ে পাঁচ বছরের কারাদণ্ডের সাজাপ্রাপ্ত আশারাম বাপুও একই ওয়ার্ডে রয়েছে ৷
advertisement
advertisement
ব্যারাক নম্বর ২-এর আশপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে ৷ এর আগে ২০০৬ সালে যোধপুর জেলে পাঁচদিন রাত কাটিয়েছিলেন সলমন খান ৷
জোধপুরের ডিআইজি (জেল) বিক্রম সিংহ জানিয়েছেন, কোনও বাড়তি সুবিধা পাবেন না সলমন ৷ অন্য বন্দিদের মতোই খাবার দেওয়া হবে তাকে ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 05, 2018 7:16 PM IST