বিগ বস-১৪ জনপ্রিয় প্রতিযোগী অভিনেত্রী নিক্কি তাম্বোলি করোনা পজিটিভ

Last Updated:

ইনস্টাগ্রামে এদিন নিক্কি লিখেছেন, 'আজ সকালেই করোনা পজিটিভ ধরা পড়েছে আমার। আমি সেলফ কোয়ারান্টিনে রয়েছি। ডাক্তারের সমস্ত পরামর্শ মেনেই আপাতত চলছি।'

#মুম্বই: বিগ বস ১৪-র জনপ্রিয় প্রতিযোগী নিক্কি তাম্বোলি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইনস্টাগ্রামে নিজেই শুক্রবার এই খবর শেয়ার করেছেন তিনি। ২৪ বছরের অভিনেত্রী আপাতত ডাক্তারের পরামর্শে ওষুধ খাচ্ছেন এবং আইসোলেশনে রয়েছেন। ইনস্টাগ্রামে এদিন নিক্কি লিখেছেন, 'আজ সকালেই করোনা পজিটিভ ধরা পড়েছে আমার। আমি সেলফ কোয়ারান্টিনে রয়েছি। ডাক্তারের সমস্ত পরামর্শ মেনেই আপাতত চলছি।'
এই সপ্তাহের শুরুতেই মুম্বই বিমানবন্দরে পাপারাৎজিদের কবলে পড়েছিলেন নিক্কি। নিজের ইনস্টাগ্রাম পোস্টে এদিন নিক্কি যোগ করেছেন, 'শেষ কয়েকদিন ধরে যাঁদের সঙ্গে আমার দেখা হয়েছে, তাঁদের অনুরোধ করছি করোনা পরীক্ষা করানোর জন্য। আমি আপনাদের সবার ভলোবাসা ও সহযোগিতা কামনা করছি। দয়া করে সতর্ক থাকুন, মাস্ক পরুন, হাত স্যানিটাইজ করুন নিয়মিত। এবং করোনাবিধি মেনে দূরত্ব বজায় রাখুন।'
advertisement
advertisement
advertisement
কয়েকদিন আগেই মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল নিক্কিকে। চণ্ডীগড়ে একটি মিউজিক ভিডিওর শ্যুটিংয়ের জন্য যাচ্ছিলেন তিনি। সেই সময় পাপারাৎজিদের আবদারে পোজ দিয়ে ছবিও তোলেন অভিনেত্রী। তেলগু ছবি 'ছিকাটি গাদিলো ছিটাকোতোদু'-তে ২০১৯ সালে মডেল নিক্কির অভিনয় জগতে প্রবেশ। এর পর তেলগু থ্রিলার ছবি 'থিপ্পারা মিসাম' ও রাঘবা লরেন্সের 'কাঞ্চনা ৩'-এ অভিনয় করেছিলেন তিনি। বিগ বস ১৪-এ ফাইনাল অবধিও পৌঁছেছিলেন তিনি।
advertisement
advertisement
কয়েকদিন আগেই বলিউডে আরও বেশ কয়েকজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত সপ্তাহেই রণবীর কাপুরও করনোভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনিও বাড়িতেই কোয়ারান্টিনে রয়েছেন। গত বছরেও বহু বলিউজড সেলেব আক্রান্ত হয়েছিলেন কোভিড ১৯-এ। তালিকায় নাম রয়েছে, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, মেয়ে আরাধ্যা-সহ ঐশ্বর্য রাই বচ্চন। এছাড়াও অর্জুন কাপুর, মালাইকা অরোরা, কৃতী শ্যানন, বরুণ ধাওয়ান, জেনেলিয়া ডিসুজা, রামচরণ ও এস এস রাজামৌলিও আক্রান্ত হয়েছিলেন করোনায়। সম্প্রতি আক্রান্ত হয়েছেন মনোজ বাজপেয়ী, তারা সুতারিয়া, সিদ্ধান্ত চতুর্বেদীও।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিগ বস-১৪ জনপ্রিয় প্রতিযোগী অভিনেত্রী নিক্কি তাম্বোলি করোনা পজিটিভ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement