Arshi Khan on Afghanistan: 'খেতে পারছি না,' তালিবান-রাজ দেখে ভয় দিন কাটাচ্ছেন আফগান অভিনেত্রী আরশি খান

Last Updated:

Arshi Khan on Afghanistan: আফগানিস্তানের অবস্থা দেখে আরশি খান ভয় দিন কাটাচ্ছেন। কী বললেন সংবাদমাধ্যমের কাছে তিনি।

#মুম্বই: আফগানিস্তান এখন তালিবানদের দখলে। গত রবিবার কাবুলের রাষ্ট্রপতি ভবন দখল করে তালিবানরা। আর এভাবেই ২০ বছর পরে আফগানিস্তানে শুরু হয়েছে তালিবান শাসন। এসব দেখে খুব বিরক্ত ও চিন্তিত বিগবস খ্য়াত আরশি খান। আফগানিস্তানে যেভাবে তালিবান রাজ শুরু হয়েছে তা নিয়ে শঙ্কিত আরশি। কারণ তিনি নিজেও আফগান। আফগানিস্তানেই জন্মেছিলেন আরশি।
এখনও আফগানিস্তানে রয়েছেন আরশির কয়েকজন বন্ধু। তাদের নিয়েই চিন্তিত তিনি। আরশি সংবাদমাধ্যমের কাছে বলছেন, আমার জন্ম আফগানিস্তানে। পরে পরিবারের সঙ্গে ভারতে এসেছি। তালিবান শাসন চলে আসায় আফগানিস্তানের মহিলাদের কথা ভেবে আমি চিন্তিত। আমি আফগানি পাঠান। আমার ভয় করছে, গায় কাঁটা দিচ্ছে। আমি ওখানেই জন্মেছিলাম। এখনও আমি যদি ওখানে থাকতাম! এসব ভেবে ভয় চিৎকার করতে ইচ্ছে করছে।
advertisement
তিনি আরও বলছেন, আমি খুব কষ্ট পাচ্ছি। খাবার খেতে পাচ্ছি না। আমার পরিবার প্রার্থনা করছে ওদের জন্য। আমাদের এখনও ওখানে আত্মীয় ও বন্ধুবান্ধব আছে। এটা খারাপ সময়। আর আমরা অসহায়। আশা করছি এমন কিছু হোক যাতে সব ঠিক হয়ে যাক।
advertisement
আরশির যখন চার বছর বয়স, তখন আফগানিস্তান থেকে ভোপালে চলে আসে তাঁর পরিবার। বড় হয়ে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন তিনি। ২০১৪-য় তামিল ছবি দিয়ে অভিনয় শুরু তাঁর। এর পরে বিগবস ১১-তে অংশ নেন আরশি। ২০১৪-র বিগবসেও এসেছিলেন তিনি।
advertisement
প্রসঙ্গত, রবিবার আফগানিস্তানে দখল নেয় তালিবানরা। আর তার পর থেকেই সেখানকার বাসিন্দারা প্রাণ বাঁচাতে সেখান থেকে পালানো শুরু করেছেন। একটাই উদ্দেশ্য, অন্য দেশে গিয়ে প্রাণে বাঁচা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Arshi Khan on Afghanistan: 'খেতে পারছি না,' তালিবান-রাজ দেখে ভয় দিন কাটাচ্ছেন আফগান অভিনেত্রী আরশি খান
Next Article
advertisement
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ? যা জানালেন সুজয় চক্রবর্তী
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ?
  • হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য আবেদন জানিয়ে পদত্যাগ পত্র পাঠালেন সুজয় চক্রবর্তী। ২৫ তারিখ পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য চেয়ারম্যানের তরফে একটি পদত্যাগ পত্র পাঠানো হয়েছে

VIEW MORE
advertisement
advertisement