#মু্ম্বই: বলিউডে ২৮ বছর ধরে রাজত্ব করছেন শাহরুখ খান ৷ রবিবার এক ট্যুইটে শাহরুখ জানালেন সেই কথা ৷ একটি সাদা-কালো ছবি ট্যুইটারে শেয়ার করে শাহরুখ লিখলেন, ‘কীভাবে নেশাটা পেশা হয়ে গেল বুঝতে পারলাম না ৷ হয়তো নেশার তেজ বেশি থাকলে তবেই তা পেশা হয়ে যায় ৷ তবে এই ২৮ বছরের যাত্রা পথে সবাইকে ধন্যবাদ জানাই, যারা আমাকে সাহায্য করেছেন ৷’
শাহরুখের এই ছবি দেখে রীতিমতো শাহরুখের প্রেমে পড়ে গিয়েছেন অভিনেতা আরশদ ওয়ারসি ৷ আর সেই প্রেমের কথা স্পষ্টই জানালেন সোশ্যাল মিডিয়ায় ৷ শাহরুখের ছবি দেখে আরশদ ট্যুইট করে লেখেন, ‘এই ছবি দেখলে যে কোনও পুরুষ সমকামি হতে চাইবে...’অবশ্য এই ট্যুইটে শাহরুখ কোনও মন্তব্য না করলেও, আরশদের বউ মারিয়া লিখেছেন, একদম নয় !He is an actor aaj woh sabzi bech raha hain javed hyder pic.twitter.com/4Hk0ICr7Md
— Dolly Bindra (@DollyBindra) June 24, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arshad warsi, Bollywood, Shah Rukh Khan