সুজান নয়, এই সুন্দরীর জন্য অর্জুন রামপাল ডিভোর্স করলেন মেহেরকে
Last Updated:
সুজান নয়, এই সুন্দরীর জন্য অর্জুন রামপাল ডিভোর্স করলেন মেহেরকে
#মুম্বই: দিনকয়েক আগে খবরের শিরনামে ছিল অর্জুন রামপাল আর মেহের জেসিয়ার বিবাহ বিচ্ছেদ-এর খবর। ২০ বছর সংসার করার পর ডিভোর্সের সিদ্ধান্ত নিলেন তাঁরা। বলিটাউনের সবাই প্রায় ধরেই নিয়েছিল, সুজানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই ভেঙে গেল অর্জুন মেহরের সংসার।
যদিও সেইসময় সুজান স্পষ্ট জানিয়েছিলেন, ''অর্জুন আর মেহের বহুদিনের বন্ধু। এরকম সুন্দর একটা সম্পর্ক নষ্ট করার থেকে ঘৃণ্য কাজ আর কিছু হতে পারে কি? আর সবাই এটা ভাবছে কী করে যে আমি এমনটা করব? আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি আর অর্জুন শুধুমাত্র বন্ধু। আমাদের মধ্যে এরথেকে বেশি আর কোনওরকম রিলেশন নেই।''
advertisement
সেইসময় সুজানের কথা কেউ খুব-একটা বিশ্বাস করেনি, কিন্তু এখন দেখা যাচ্ছে, ভুল বলেননি সুজান! বিস্বস্ত সূত্রের খবর, সুজান নয়, অর্জুনের নতুন প্রেম 'ডিজেওয়ালে বাবু' খ্যাত নাতাশা স্ট্যানকোভিচ। ইদানীং, প্রকাশ্যে দেখাও যাচ্ছে কপোত কপোতিকে।
advertisement
'ডিজে ওয়ালে বাবু মেরা গানা চালাদো'। এটাই সার্বিয়ান মডেল নাতাশা স্ট্যানকোভিচের 'ক্লেম টু ফেম'। গত কয়েক বছরে বিভিন্ন ছবিতে আইটেম নাম্বারে পারফর্ম করেছেন 'সেক্সি সিরেন'। বিগ বসের প্রতিযোগীও ছিলেন। গত বছর অর্জুন রামপালের ছবি 'ড্যাডি'-তেও একটি ডান্স নাম্বার করেন নাতাশা। সেখান থেকেই আলাপ অর্জুনে সঙ্গে। আর তারপর? আলাপ থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে 'বিশেষ' বন্ধুত্ব... চলতে থাকল প্রেমের রেলগাড়ি।
advertisement
তবে সত্যিই কি অর্জুন নাতাশাকে ডেট করছেন? নাকি সুজান ও তাঁর দিক থেকে নজর ঘোরাতে এটা নতুন একটা স্ট্র্যাটেজি? সেটা অবশ্য সময়ই বলবে!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 05, 2018 2:27 PM IST