শুটিং শুরু হচ্ছে নরেন্দ্র মোদির বায়োপিক-এর
Last Updated:
তৈরি হচ্ছে নরেন্দ্র মোদির বায়োপিক
#মুম্বই: বেশ অনেকদিন ধরেই বলি পাড়ায় গুজগুজ-ফুসফুস শোনা যাচ্ছিল। অবশেষে খবর নিশ্চিৎ হল! তৈরি হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক। মোদির চরিত্রে দেখা মিলবে পরেশ রাওয়ালের।
গত বছরই এই প্রজেক্টের কথা প্রকাশ্যে এসেছিল। কিন্তু, তারপর আর কথা এগোয়নি। অবশেষে, এতদিন বাদে প্রজেক্ট কনফার্মড হল। পরেশ রাওয়ালের ভাষায়, '' আশা করছি, ১৫ অগাস্টের মধ্যে চিত্রনাট্যের কাজ শেষ হয়ে যাবে। সেপ্টেম্বর-অক্টোবর মাস নাগাদ শুরু হবে শুটিং।''
বিজেপি নেতা ও সাংসদ পরেশ রাওয়াল একটি সাক্ষাৎকারে বলেছিলেন, '' পর্দায় মোদির মতো একজন ব্যক্তিত্বকে বিশ্বাসযোগ্য করে তোলা খুব কঠিন। আমার কাছে এটা বিশাল একটা চ্যালেঞ্জ!'' শোনা যাচ্ছে, ছবিটা প্রযোজনা করবেন পরেশ নিজেই।
advertisement
advertisement
১৯৯৪ সালে সর্দার বল্লভবাই প্যাটেলের জীবনী 'সর্দার'-এ বল্লভবাই প্যাটেলের চরিত্রে অভিনয় করেছিলেন পরেশ রাওয়াল।
Location :
First Published :
June 05, 2018 11:22 AM IST