আমার পুরো হৃদয় ট্যাগলাইন দিয়ে Virat ও Vamika-র খেলার ছবি পোস্ট Anushka-র, ভাইরাল

Last Updated:

অনুষ্কা শর্মা (Anushka Sharma) দুবাইতে কোয়ারেন্টাইন পিরিয়ড কাটিয়ে ফেলেছেন৷ অভিনেত্রী অনুষ্কা নিজের মেয়ে ভামিকাকে (Vamika) নিয়ে বিরাটের (Virat Kohli) সঙ্গে এক হয়েছেন৷

 anushka sharma's whole heart in this picture of vamika and virat kohli playing- Photo Courtesy- Anushka Sharma/ Instagram
anushka sharma's whole heart in this picture of vamika and virat kohli playing- Photo Courtesy- Anushka Sharma/ Instagram
#দুবাই: অনুষ্কা শর্মা (Anushka Sharma) দুবাইতে কোয়ারেন্টাইন পিরিয়ড কাটিয়ে ফেলেছেন৷ অভিনেত্রী অনুষ্কা নিজের মেয়ে ভামিকাকে (Vamika) নিয়ে বিরাটের (Virat Kohli) সঙ্গে এক হয়েছেন৷ বিরাট কোহলি এখন টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে (T20 World Cup 2021) ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন৷ সোমবার অনুষ্কা দুবাই থেকে এক দারুণ ছবি সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন৷
ছবিতে দেখা বিরাট কোহলি (Virat Kohli) দারুণ হাসিমুখে ভামিকার (Vamika) খাটের পাশে দাঁড়িয়ে রয়েছেন৷ ভামিকার খাট ভর্তি নানা রঙের বল৷ মেয়েকে মুগ্ধ দৃষ্টিতে দেখছেন বিরাট কোহলি৷ ভামিকাকে এই ছবিতেও পিছন দিক থেকেই দেখা যাচ্ছে৷ সেখানে ভামিকার পনিটেল দেখা যাচ্ছে ৷ অফ হোয়াইটের ওপর পিঙ্ক ডটের একটি পোশাক পরেছে সে৷ ভামিকার দিক থেকে চোখ সরিয়ে নেওয়া যাচ্ছে না৷ ভামিকা ও বিরাটের এই ছবিতে অনুষ্কা শর্মা (Anushka Sharma) ট্যাগলাইন দিয়েছেন, "My whole heart in one frame,"- অর্থাৎ আমার গোটা হৃদয় একটা ফ্রেমে৷
advertisement
advertisement
অনুষ্কার সেই পোস্ট দেখে নিন
advertisement
অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি ২০১৭ সালে বিয়ে করেছিলেন ২০২১ জানুয়ারি মাসে তাঁদের ঘর আলো করে জন্মায় কন্যা সন্তান ভামিকা৷ বিরাট কোহলির টি টোয়েন্টি বিশ্বকাপ সফরে দুবাই পৌঁছে গেছেন ভামিকা৷ বাবল জীবনে তাঁর ও বিরাট কোহলির প্রেমের ছবি রবিবার শেয়ার করেছিলেন অনুষ্কা শর্মা৷
advertisement
বিরাট ও অনুষ্কা দুজনেই ভামিকার বিভিন্ন ছবি বিভিন্ন সময়ে পোস্ট করেছেন৷ তবে এখনও অবধি পরিষ্কারভাবে ভামিকার মুখ কোনও ছবিতেই দেখা যায়নি৷
advertisement
advertisement
এবারের ছবিতেও তার কোনও ব্যতিক্রম হল না৷ এদিকে ভামিকার বাবা যেমন ব্যস্ত টি টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2021) খেলার প্রস্ততিতে ঠিক তেমনিই তাঁর মা অনুষ্কাও ফিরে গেছেন নিজের অভিনয়ের কর্ম দুনিয়ায়৷
advertisement
অনুষ্কা শর্মার শেষ অভিনীত ছবি ২০১৮ সালের জিরো৷ তিনি ওটিটি প্ল্যাটফর্মে পাতাললোক ও বুলবুল প্রযোজনা করেছেন৷ অনুষ্কার পরের প্রডোকাশন অনুষ্কা শর্মার Qala৷ এই ছবিতে অভিনয় দুনিয়ায় অভিষেক ঘটাচ্ছেন ইরফান খানের ছেলে বাবিল৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
আমার পুরো হৃদয় ট্যাগলাইন দিয়ে Virat ও Vamika-র খেলার ছবি পোস্ট Anushka-র, ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement