Anushka Sharma Siddharth Death : তারকাদের মৃত্যু যেন 'তামাশা'! সিদ্ধার্থ মৃত্যর পর 'প্রতিক্রিয়া' অনুষ্কা শর্মার...

Last Updated:

Anushka Sharma Siddharth Death : সিদ্ধার্থ শুক্লার অকাল মৃত্যু (Siddharth Shukla Death) নাড়িয়ে দিয়েছে তাঁর পরিচিত মানুষজনকে।

#মুম্বই : সুশান্তের মৃত্যুর পর ব্যাপক বিতর্কের ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়, সেই স্মৃতি এখনও টাটকা… এর মাঝেই আরও এক তারা অকালে খসে পড়ল। সিদ্ধার্থ শুক্লার অকাল মৃত্যু (Siddharth Shukla Death) নাড়িয়ে দিয়েছে তাঁর পরিচিত মানুষজনকে। কিন্তু শোকপ্রকাশের জন্য প্রয়োজনীয় নিস্তবব্ধতা, নীরবতার বড়ই অভাব আজকের যুগে। অন্তরের শোক-এর তুলনায় দেখনদারিটাই যেন অনেক বেশি জরুরি। নেটমাধ্যমে যেভাবে সিদ্ধার্থের (Siddharth Shukla Death) শেষকৃত্যের ছবি, ভিডিয়ো, 'পোশাকি সমবেদনা' উপচে পড়েছে তাতেই বিরক্তি প্রকাশ করেছেন অনেকে। সেই তালিকায় এবার যুক্ত হল অনুষ্কা শর্মার (Anushka Sharma) নাম।
শুক্রবার শেষকৃত্যের পর শনিবার কমেডিয়ান জাকির খানের (Zakir Khan) একটি বিবৃতি এদিন ইনস্টাগ্রাম পোস্টে শেয়ার করে নেন অনুষ্কা ( (Anushka Sharma)। সেখানেই কমেডিয়ান জাকির মনের কথা শেয়ার করেছেন একটি লম্বা বিবৃতিতে। কী ভাবে একজন তারকার মৃত্যু এখন ‘তামাশা’য় পরিণত হয়ে গিয়েছে সেটাই তাঁর লেখায় সোজা সাপ্টা লিখেছেন জাকির। তাঁর লেখায় স্পষ্ট, শুক্রবার সিদ্ধার্থ শুক্লার শেষকৃত্যের মিডিয়া কভারেজের দিকেই ছিল জাকিরের নিশানা।
advertisement
advertisement
হিন্দিতে জাকির যা লিখেছেন তার বাংলা তর্জমা করতে দাঁড়ায়, ‘ওঁরা তোমায় মানুষ বলে গণ্য করে না। তাই কোনও সীমা নেই। তোমার মৃতদেহ ওঁদের কাছে একটি শরীর থেকে বেরিয়ে যাওয়া আত্মা নয়। ওঁদের কাছে তোমার মৃত্যু আসলে ছবি তোলার একটি সুযোগ। যত বেশি ছবি তোলা যায় তত ভাল। ওঁদের কিছু যায় আসে না।’
advertisement
advertisement
জাকির আরও লেখেন, ‘এটা ঠিক তেমনই যেমন একটা দাঙ্গায় জ্বলতে থাকা বাড়ির ভিতর থেকে বাসন চুরি করা। কারণ এরপর সেগুলো আর কী কাজে আসবে? খুব বেশি হলে ১০টা ছবি. পাঁচটা প্রতিবেদন, তিনটি ভিডিয়ো, দুটো স্টোরি আর একটা পোস্ট… ব্যাস এইটুকুই… তোমার মৃত্যু তামাশা হয়েই থাকবে, কান্নায় ভেঙে পড়া মা-ও তামাশা, যন্ত্রণায় কাতরানো বাবাও তামাশা, সংজ্ঞাহীন বোনেরা, হিম্মত ভেঙেছে যে ভাইদের তাঁরা, তোমার প্রিয়জনেরা সকলে এক একটা তামাশা…’।
advertisement
advertisement
জাকির এই পোস্টে অবশ্য একবারও সিদ্ধার্থের নাম উল্লেখ করেননি। তবে বুঝে নিতে অসুবিধা হয় না, তার এই পোস্টের উদ্দেশ্য বা প্রেক্ষাপট। অনুষ্কাও কোনওরকম শব্দ খরচ না করেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই পোস্ট শেয়ার করে নিয়েছেন। এর আগে অনুষ্কা শর্মা সিদ্ধার্থের মৃত্যুতে শোকপ্রকাশ করে লেখেন, ‘শান্তিতে ঘুমিও সিদ্ধার্থ… তোমার পরিবার ও বন্ধুদের জানাই গভীর সমবেদনা’।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anushka Sharma Siddharth Death : তারকাদের মৃত্যু যেন 'তামাশা'! সিদ্ধার্থ মৃত্যর পর 'প্রতিক্রিয়া' অনুষ্কা শর্মার...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement