Home /News /entertainment /
অলিম্পিক্সে পদক জিতলে আমরা ‘দেশ কি বেটি’ নইলে ‘চিঙ্কি’, ‘করোনা’ বিস্ফোরক মিলিন্দ সোমনের স্ত্রী!

অলিম্পিক্সে পদক জিতলে আমরা ‘দেশ কি বেটি’ নইলে ‘চিঙ্কি’, ‘করোনা’ বিস্ফোরক মিলিন্দ সোমনের স্ত্রী!

bollywood actor milind soman's wife ankita konwar angry reaction says if you win any medal from north east then desh ki beti -Photo- Instagram

bollywood actor milind soman's wife ankita konwar angry reaction says if you win any medal from north east then desh ki beti -Photo- Instagram

টোকিও অলিম্পিক্সে এখনও অবধি ভারতের ঝোলায় দুটি পদক, দুটিই এসেছে উত্তর পূর্ব ভারতের দুটি রাজ্যের মেয়ের হাত ধরে, আর তাদের কী ধরণের কথা শুনতে হয় খোলামেলা বললেন মিলিন্দ সোমানের স্ত্রী অঙ্কিতা৷

 • Share this:

  #মুম্বই: অভিনেতা মিলিন্ড সোমন ও তাঁর স্ত্রী অঙ্কিতা কনওয়ার সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত অ্যাক্টিভ৷ মিলিন্দ অসম্ভব ফিটনেসপ্রেমী৷ বেশির ভাগ সময়েই নিজের হাঁটুর বয়সী স্ত্রী-র সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় দেন এখনও হট অ্যান্ড হ্যাপেনিং মিলিন্দ৷ কিছুদিন আগেই ভারতীয় কুস্তিগির প্রিয়া মালিককে শুভেচ্ছা জানিয়েছিলেন বলিউডের এই অভিনেতা৷ ওয়ার্ল্ড ক্যাডেট রেসলিং চ্যাম্পিয়নশিপ সোনা পেয়েছিলেন৷ কিন্তু যেহেতু অলিম্পিক্স চলছিল তাই প্রচুর মানুষ ভেবেছিলেন প্রিয়া৷ মিলিন্দও এই ভুল করেন , তিনি অলিম্পিক্সে পদক জয়ের জন্য প্রিয়াকে শুভেচ্ছা জানিয়েছিলেন৷ কিন্তু মিলিন্দের পোস্ট নিয়ে বিশেষ বাজার সরগরম না হলেও তাঁর স্ত্রী অঙ্কিতার সাম্প্রতিক পোস্টে বিতর্ক তুঙ্গে৷

  মীরাবাই চানুর মেডেল জয়ে গোটা দেশ গর্বিত ৷ টোকিও অলিম্পিক্সে তিনি রুপোর পদক জিতেছেন৷ সকলেই যখন তাঁকে অভিনন্দন জানাচ্ছেন তখন অঙ্কিতা একেবারে ঝাঁঝালো পোস্ট করেছেন৷ অঙ্কিতা নিজের পোস্টে লিখেছেন, ‘‘যদি আপনি উত্তর পূর্বের হন তাহলে আপনি তখনই ভারতীয় যখন আপনি কোনও পদক জেতেন৷ নইলে আপনাকে ‘চিঙ্কি’, ‘চাইনিজ’, ‘নেপালি’ এবং এখন করোনা বলা হয়৷ এটা নতুন নাম দেওয়া হয়েছে৷ ভারতের শুধু জাতিবিদ্বেষই নয় বর্ণ বিদ্বেষও রয়েছে৷ আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি৷

  কেন অঙ্কিতা এমন বলেছেন তার কারণ রয়েছে৷ অঙ্কিতা উত্তর পূর্ব ভারতের মেয়ে, পদক জয়ী মীরাবাই চানুও উত্তর পূর্ব ভারতের মেয়ে৷ অঙ্কিতার নিজের ওপর দিয়ে যা গেছে তাই মন খুলে বলেছেন অঙ্কিতা৷ তিনি নিজের অভিজ্ঞতা সামনে রেখে বলেছেন কী ভাবে উত্তর পূর্ব ভারতের মেয়েদের নানারকম নামে ডাকা হয়৷ তাঁর মতে উত্তর পূর্বের মেয়ে দেশকে সম্মান এনে দিলে তবেই ভারতের মেয়ে হিসেবে গণ্য হয়৷

  Published by:Debalina Datta
  First published:

  Tags: Ankita Konwar, Bollywood, Tokyo OIympics 2020, Tokyo Olympics, Tokyo Olympics 2020

  পরবর্তী খবর