Ananya Pandey | Aryan Khan: টানা ২ ঘণ্টা অনন্যাকে জেরা করল এনসিবি! বাজেয়াপ্ত করা হল তাঁর ল্যাপটপ, মোবাইল

Last Updated:

Ananya Pandey | Aryan Khan: আরিয়ানের সঙ্গে তাঁর বন্ধুত্ব কেমন তা নিয়েও প্রশ্ন করা হয় তাঁকে।

প্রসঙ্গত, এই নিয়ে তৃতীয়বার অনন্যা পাণ্ডেকে তলব করল এনসিবি। এর আগে দুবার অভিনেত্রী তাঁর বাবা চাঙ্কি পাণ্ডের সঙ্গে এসেছিলেন এনসিবির দফতরে। আরিয়ান খানের সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে দীর্ঘক্ষণ জেরা করা হয় সেই দু'বার। অনন্যা পাণ্ডে নাকি আরিয়ান খানকে মাদক সংগ্রহ করে দিতেন বলে দাবি তোলে এনসিবির।
প্রসঙ্গত, এই নিয়ে তৃতীয়বার অনন্যা পাণ্ডেকে তলব করল এনসিবি। এর আগে দুবার অভিনেত্রী তাঁর বাবা চাঙ্কি পাণ্ডের সঙ্গে এসেছিলেন এনসিবির দফতরে। আরিয়ান খানের সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে দীর্ঘক্ষণ জেরা করা হয় সেই দু'বার। অনন্যা পাণ্ডে নাকি আরিয়ান খানকে মাদক সংগ্রহ করে দিতেন বলে দাবি তোলে এনসিবির।
#মুম্বই: মাদককাণ্ডে নাম জড়িয়েছে বলিউডের উঠতি অভিনেত্রী তথা স্টারকিড অনন্য়া পাণ্ডের (Ananya Pandey)। বৃহস্পতিবার প্রায় ‌টানা ২ ঘণ্টা অনন্যাকে জিজ্ঞাসাবাদ করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। শাহরুখ খানের ছেলে আরিয়ানের খানের (Aryan Khan) সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়েও এদিন অনন্যাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
দক্ষিণ মুম্বইতে এনসিবি অফিসে এদিন মেয়ে অনন্যাকে (Ananya Pandey) নিয়ে যান বাবা চাঙ্কি পাণ্ডে। তাঁরা বিকেল ৪টের সময়ে এনসিবি অফিসে পৌঁছন। এনসিবি অফিসের বাইরে পুলিশ মোতায়েন ছিল এবং সংবাদমাধ্যমেরও ভিড় ছিল। ভিড়ের মধ্যে সন্ত্রস্ত অনন্যা বাবার হাত ধরেই এনসিবি অফিসে প্রবেশ করেন। সন্ধে ৬টা নাগাদ তাঁরা এনসিবি অফিস থেকে বেরোন। আরিয়ানের সঙ্গে তাঁর বন্ধুত্ব কেমন তা নিয়েও প্রশ্ন করা হয় তাঁকে।
advertisement
গত ২ অক্টোবর গোয়াগামী প্রমোদতরী থেকে গ্রেফতার করা হয় আরিয়ান খানকে (Aryan Khan)। সেই ঘটনার তদন্ত চলছে। এনসিবির দাবি, আরিয়ান এক আন্তর্জাতিক মাদক পাচারকারীর সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিলেন এবং ড্রাগ সম্পর্কিত একটি বড় ষড়যন্ত্রের সঙ্গে তিনি যুক্ত। এনসিবি আরও দাবি করেছে, এই চ্যাটের জন্য আরিয়ান বিশেষ কোড ব্যবহার করেছিলেন।
advertisement
আজ সকালে এনসিবির একটি টিম বান্দ্রাতে অনন্যা পাণ্ডের (Ananya Pandey) বাড়িতে পৌঁছন এবং এনসিবি অফিসে তাঁকে বয়ান দেওয়ার জন্য তলব করা হয়। শুক্রবার আবার তাঁকে এনসিবি অফিসে হাজির থাকতে বলা হয়েছে। এনসিবি অফিসে আগামী কাল বেলা ১১টায় যাওয়ার কথা অনন্যার। অনন্যার থেকে কিছু ইলেকট্রনিক গ্যাজেট যেমন ল্যাপটপ ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে এনসিবি। এই গ্যাজেটগুলিও পরীক্ষা করে দেখা হবে। অনন্যার সঙ্গে আরিয়ানের (Aryan Khan) হোয়াটসঅ্যাপ চ্যাট এনসিবির চোখে ধরা পড়ার পরেই অভিনেত্রীকে তলব করা হয়। তবে এই ঘটনায় অনন্যার ভূমিকা কতটা, তা এখনও তদন্তসাপেক্ষ বলে জানিয়েছে এনসিবি।
advertisement
এনসিবির এক আধিকারিক বলেছেন, "এটা তদন্ত প্রক্রিয়ার মধ্যে পড়ে। এমন নয় যাঁকে তলব করা হচ্ছে, তিনিই অপরাধী।" প্রসঙ্গত, ৮ অক্টোবর থেকে মুম্বইয়ের আর্থার রোড জেলে আছেন আরিয়ান খান। আজ বৃহস্পতিবার সেখানে গিয়ে ছেলের সঙ্গে দেখা করেন শাহরুখ খান। আরিয়ানেক (Aryan Khan) গ্রেফতারির পরে এই প্রথম প্রকাশ্যে এলেন কিং খান। এদিন ছেলের সঙ্গে ১০ মিনিট কথা বলার সুযোগ পান তিনি।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ananya Pandey | Aryan Khan: টানা ২ ঘণ্টা অনন্যাকে জেরা করল এনসিবি! বাজেয়াপ্ত করা হল তাঁর ল্যাপটপ, মোবাইল
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement