সমুদ্রের হাওয়ায় উড়ে যাচ্ছে পোশাক...উন্ম‌ুক্ত বেবি বাম্প নিয়ে পোজ দিলেন এমি জ্যাকসন

Last Updated:

হাওয়ায় উড়ছে তাঁর পোশাক ৷ উন্মুক্ত হয়ে যাচ্ছে তাঁর মিষ্টি বেবি বাম্প ৷

#মুম্বই: তিনি বলিউডে তেমন নজর কাড়তে পারেননি ঠিকই ৷ কিন্তু দক্ষিণী ছবিতে তাঁর একাধিক ছবি সুপার-ডুপার হিট ৷ মা হতে চলেছেন সেই এমি জ্যাকসন ৷ বহুদিনের বরফ্রেন্ড জর্জ পেনিইয়টের সঙ্গে এখন চুটিয়ে এই সময়টা এনজয় করছেন এমি ৷ যদিও পেশায় ব্যবসায়ী জর্জের সঙ্গে তাঁর এখনও বিয়ে হয়নি ৷ তবে এনগেজমেন্ট পর্বটি সেরে ফেলেছেন তিনি ৷
শোনা যাচ্ছে ২০২০-তে হয়তো গাঁটছড়া বাঁধবেন এমি আর জর্জ ৷
১ জানুয়ারি নিজের মাতৃত্বের কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি ৷ ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন, ‘‘আমি ছাদে উঠে গোটা বিশ্বকে চিৎকার করে এই খবরটা জানাতে চাই ৷ আর আজকের দিনটা মাতৃ দিবস হিসেবে যথার্থ আমার কাছে ৷ আমি ইতিমধ্যেই পৃথিবীর অন্য সব কিছুর থেকেও বেশি ভালোবাসতে শুরু করেছি ৷ প্রকৃত এবং সৎ ভালোবাসা ৷ আমার ছোট্ট লিব্রা তোমাকে দেখার জন্য আমাদের আর তর সহ্য হচ্ছে না ৷’’
advertisement
advertisement
এরপর আবারও নতুন একটি ভিডিও শেয়ার করলেন এমি ৷ সেখানে দেখা যাচ্ছে সমুদ্রের ধারে দারুণ উপভোগ করছেন তিনি ৷ হাওয়ায় উড়ছে তাঁর পোশাক ৷ উন্মুক্ত হয়ে যাচ্ছে তাঁর মিষ্টি বেবি বাম্প ৷
View this post on Instagram

... coming soon

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সমুদ্রের হাওয়ায় উড়ে যাচ্ছে পোশাক...উন্ম‌ুক্ত বেবি বাম্প নিয়ে পোজ দিলেন এমি জ্যাকসন
Next Article
advertisement
প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার অনুনয় সুদ প্রয়াত, বয়স হয়েছিল ৩২
প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার অনুনয় সুদ প্রয়াত, বয়স হয়েছিল ৩২
  • প্রয়াত অনুনয় সুদ

  • প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার

  • বয়স হয়েছিল ৩২

VIEW MORE
advertisement
advertisement