'ব্রা', 'প্যান্টি' নিয়ে ট্যুইট করে বিতর্কে অমিতাভ বচ্চন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
তীব্র সমালোচনায় নেটিজেনরা
#মুম্বই: সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ বিগ বি! শ্যুটিংয়ের ফাঁকে হোক কি দিনের শেষে, ভক্তদের জন্য নানারকম পোস্ট করতে ভোলেন না! তাঁর পোস্ট নিয়ে সমালোচনা, বিতর্কও কিছু কম হয় না! রীতিমত ট্রোলড হতে হয় অমিতাভ বচ্চকেও! এই মুহূর্তে নেট দুনিয়ায় একটি পুরনো পোস্টের জন্য ট্রোল হতে হচ্ছে বচ্চনকে! পোস্ট-টি ২০১০ সালের। ট্যুইটারে বিগবি পোস্ট করেন, '' 'ব্রা' কেন একবচন বা সিঙ্গুলার আর 'প্যান্টিস' কেন বহুবচন বা প্লুরাল ?'
T26 -In the English language, why is 'bra' singular and 'panties' plural ...
— Amitabh Bachchan (@SrBachchan) June 12, 2010
advertisement
পোস্ট-টি ঘিরে সেই সময়েও বহু সমালোচনার ঝড় উঠেছিল, ঘোলা হয়েছিল জল! আজ এই লকডাউনের অবসরে ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ১০ বছর আগের সেই ট্যুইট! শুরু তর্ক-বিতর্ক! নেটিজেনদের কেউ কমেন্ট করেছেন, ' এই বয়সে ব্রা-প্যান্টি নিয়ে না ভেবে আধ্যাত্মিক বিষয়ে মন দেওয়া উচিৎ', কেউ বা আবার লিখেছেন, ' এই কারণেই রেখা আপনাকে ইনস্টাগ্রামে ব্লক করেছে'!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 21, 2020 1:37 PM IST