#মুম্বই: করোনা সংক্রমিত হয়ে গত দু'সপ্তাহ ধরে মুম্বইয়ের নানাবতী হাসাপাতালে চিকিৎসাধীন অমিতাভ বচ্চন। ভর্তি রয়েছেন আইসোলেশন ওয়ার্ডে। হাসপাতালের বেড থেকেই তামাম ভক্তকূলের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন বিগ বি। কখনও বা অনুরাগীদের ধন্যবাদ জানাচ্ছেন, কখনও পরিচয় করিয়ে দিচ্ছেন জীবনদর্শনের সঙ্গে। রবিবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে অমিতাভ জানান, বাবা, প্রয়াত কিংবদন্তী কবি হরিবংশ রাই বচ্চনকে বড় মনে পড়ছে। একটি পুরনো ভিডিও শেয়ার করেন অমিতাভ। সেখানে দেখা যাচ্ছে বইয়ের পাতা ওলটাচ্ছেন বিগ বি, ভয়েস ওভারে 'হ্যায় অন্ধেরি রাত'...। ট্যুইটারে তিনি লেখেন, '' বাবুজির কবিতার কিছু মুহূর্ত, এইভাবেই তিনি কবি সম্মেলনে নিজের সৃষ্টি পেশ করতেন। হাসপাতালের একাকীত্বে বাবাকে বড় মনে পড়ছে।''
এরআগে অমিতাভ ট্যুইট করে জানান, 'নিজেকে ঈশ্বরের চরণে সমর্পণ করলাম'। বড় কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে গোটা বিশ্ব। মারণ ভাইরাস করোনার দাপটে প্রতিটা মানুষ দিশেহারা! ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা! এখনও ভ্যাকসিন আবিষ্কার হয়নি। মানুষের ভরসা একমাত্র চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরাই। এর আগে তাঁদের কুর্নিশ জানিয়েও ট্যুইট করেছিলেন বিগ বি। এই টালমাটাল সময়ে ঠাণ্ডা মাথায় যুদ্ধ করতে যে মানসিক শক্তির প্রয়োজন, তা জোগাতে পারে একমাত্র সর্বশক্তিমানই, এই পরিস্থিতিতে ঈশ্বরের স্মরণে যাওয়াই একমাত্র উপায়, এমনটাই মনে করেন বিগ বি।
অমিতাভের দ্রুত আরোগ্য কামনায় গোটা দেশজুড়ে চলছে প্রার্থনা৷ কোথাও যজ্ঞ, কোথাও বা মন্দিরে পুজো দেওয়া হচ্ছে! বিশ্বের বিভিন্ন প্রান্তে তাঁর ভক্তরা প্রতি মুহূর্তে খোঁজ নিচ্ছেন, কেমন আছেন বিগ বি ? হাসপাতালের বেড থেকেই তামাম ভক্তকূলকে নতমস্তকে প্রণাম জানান অমিতাভ বচ্চন৷ ভক্তদের প্রার্থনায় আপ্লুত 'শাহেনশা'৷