ধীরে ধীরে অন্ধ হয়ে যাচ্ছেন অমিতাভ বচ্চন, ঝাপসা হয়ে যাচ্ছে দৃষ্টি! নিজেই জানালেন বিগ বি

Last Updated:
#মুম্বই: ক্রমেই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন বলিউডের শাহেনশা । ঝাপসা হয়ে আসছে চোখের সামনের সবকিছুই । আজকাল চোখে ভাল দেখছেন না তিনি, এমনটাই জানালেন অমিতাভ বচ্চন । সম্প্রতি নিজের ব্লগে নায়ক জানিয়েছেন, হয়তো ক্রমশ অন্ধত্বের পথে এগোচ্ছেন তিনি ।
বিগ বি লিখেছেন, “চোখে আজকাল ঝাপসা দেখছি। মাঝে মধ্যেই ডবল ভিশন আসছে চোখে। মনে হচ্ছে ধীরে ধীরে অন্ধ হয়ে যাচ্ছি। শরীরের হাজার সমস্যার মধ্যে আরও একটা যুক্ত হল।’’ বিগ বি আরও লিখেছেন, যে ছোটবেলায় চোখে কোনও আঘাত লাগলে কীভাবে যত্ন নিতেন তাঁর মা। তিনি লিখেছেন, “শাড়ির আঁচল পেঁচিয়ে একটা ছোট্ট গোল বলের বল মতো বানাতেন মা। তারপর চোখে গরম ভাপ দিয়ে সেঁক দিয়ে দিতেন। কখনও হয়তো গরম জলে তোয়ালে ভিজিয়েও চোখে সেঁক দিতেন। মায়ের ওই আদরটাই ছিল সবচেয়ে বড় ভরসা। নিমেষে সব যন্ত্রণা-কষ্ট ভ্যানিশ হয়ে যেত।’’
advertisement
তবে তাঁকে ভরসা দিয়েছেন ডাক্তারবাবুরা। চিকিৎসকরা বলেছেন, বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে । ঘণ্টায় ঘণ্টায় চোখে ড্রপ দিতে হবে । কারণ তাঁর চোখ ক্লান্ত হয়ে পড়ছে । এক্ষুনি অন্ধত্ব হয়তো আসবে না । তবে নিয়ম মেনে চোখের যত্ন নিতে হবে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ধীরে ধীরে অন্ধ হয়ে যাচ্ছেন অমিতাভ বচ্চন, ঝাপসা হয়ে যাচ্ছে দৃষ্টি! নিজেই জানালেন বিগ বি
Next Article
advertisement
SIR Update: ভোটারের দেখা না পেলে এক বাড়িতে কতবার আসবেন BLO? কী করণীয় আপনার, জানুন SIR-এর জরুরি তথ্য
ভোটারের দেখা না পেলে এক বাড়িতে কতবার আসবেন BLO? কী করণীয় আপনার, জানুন SIR-এর জরুরি তথ্য
  • ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা৷

  • ভোটারের দেখা না পেলে কী করবেন বিএলও-রা?

  • কী করণীয় ভোটারের, সব জানিয়ে দিল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement