''দে আর লিটল মিরাকলস''... ব্লগ-এ আরাধ্যাকে নিয়ে লিখতে লিখতে ইমোশনাল বিগ বি
Last Updated:
যোধপুর থেকে 'ঠাগস অফ হিন্দুস্তান'-এর ব্যস্ত শেডিউল শেষ করে সবে মুম্বই ফিরেছেন অমিতাভ বচ্চন। এখন পরিবারের সঙ্গে 'কোয়ালিটি টাইম' কাটাচ্ছেন বিগ বি। ব্লগে লিখেছেন, এখন ঠিকঠাক চেহাড়ায় ফিরে আসার চেষ্টা করছেন। তাঁকে যোগ-এ সাহায্য করছেন মেয়ে শ্বেতা। বাকি সময়টা কাটাচ্ছেন শ্বেতা আর নাতনি আরাধ্যার সঙ্গে মিঠে রোদে মজা করে। তাঁদের সঙ্গে মাঝেমাঝে যোগ দিচ্ছেন ঐশ্বর্যাও।
#মুম্বই: যোধপুর থেকে 'ঠাগস অফ হিন্দুস্তান'-এর ব্যস্ত শেডিউল শেষ করে সবে মুম্বই ফিরেছেন অমিতাভ বচ্চন। এখন পরিবারের সঙ্গে 'কোয়ালিটি টাইম' কাটাচ্ছেন বিগ বি। ব্লগে লিখেছেন, এখন ঠিকঠাক চেহাড়ায় ফিরে আসার চেষ্টা করছেন। তাঁকে যোগ-এ সাহায্য করছেন মেয়ে শ্বেতা। বাকি সময়টা কাটাচ্ছেন শ্বেতা আর নাতনি আরাধ্যার সঙ্গে মিঠে রোদে মজা করে। তাঁদের সঙ্গে মাঝেমাঝে যোগ দিচ্ছেন ঐশ্বর্যাও।
নাতনিকে নিয়ে লিখতে লিখতে বেশ ইমোশনাল হয়ে পড়েন বিগ বি--
advertisement
'' আরাধ্যা বেশ লাজুক গলায় আমায় বলল, ''দাদাজি আমার তোমার অ্যাড-টা আমার ভাল লাগে।'' আমি অবাক হয়ে জিজ্ঞেস করি, ''কোন অ্যাড-টা?'' ও বলে, ''ওই যে যেখানে তোমাকে অনেকগুলো মজার মুখে দেখা যায়।'' আমি বলি, '' ও অ্যাকাপেলা'! ও অবাক হয়ে ভাবে, সেটা আবার কী? '' আমি বলি, যখন কোনও গানের সমস্ত সাউন্ড শরীরের কোনও না অংশ থেকে বের হয় তখন তাকে অ্যাকাপেলা বলে।'' ও কিছুক্ষণ শান্ত হয়ে বসে থাকে। এই গম্ভীর বিষয়টা ওর কম্পিউটারাইজড ব্রেনে ঢোকে... তারপরেই খেলার ছুট।"
advertisement
তিনি আরও লেখেন, '' আমি নিশ্চিৎ, এই 'অ্যাকাপেলা' শব্দটা আবার কোনওদিন, আমার আর ওর কোনও কথোপকথনের মধ্যে উঠে আসবে। আমি কি চমকে উঠব তখন? না বোধহয়! এই প্রজন্ম আর আমাদের চমকানোর অবকাশ দেয় না! দে আর লিটল মিরাকলস!''
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 26, 2018 6:00 PM IST