''দে আর লিটল মিরাকলস''... ব্লগ-এ আরাধ্যাকে নিয়ে লিখতে লিখতে ইমোশনাল বিগ বি

Last Updated:

যোধপুর থেকে 'ঠাগস অফ হিন্দুস্তান'-এর ব্যস্ত শেডিউল শেষ করে সবে মুম্বই ফিরেছেন অমিতাভ বচ্চন। এখন পরিবারের সঙ্গে 'কোয়ালিটি টাইম' কাটাচ্ছেন বিগ বি। ব্লগে লিখেছেন, এখন ঠিকঠাক চেহাড়ায় ফিরে আসার চেষ্টা করছেন। তাঁকে যোগ-এ সাহায্য করছেন মেয়ে শ্বেতা। বাকি সময়টা কাটাচ্ছেন শ্বেতা আর নাতনি আরাধ্যার সঙ্গে মিঠে রোদে মজা করে। তাঁদের সঙ্গে মাঝেমাঝে যোগ দিচ্ছেন ঐশ্বর্যাও।

#মুম্বই: যোধপুর থেকে 'ঠাগস অফ হিন্দুস্তান'-এর ব্যস্ত শেডিউল শেষ করে সবে মুম্বই ফিরেছেন অমিতাভ বচ্চন। এখন পরিবারের সঙ্গে 'কোয়ালিটি টাইম' কাটাচ্ছেন বিগ বি। ব্লগে লিখেছেন, এখন ঠিকঠাক চেহাড়ায় ফিরে আসার চেষ্টা করছেন। তাঁকে যোগ-এ সাহায্য করছেন মেয়ে শ্বেতা। বাকি সময়টা কাটাচ্ছেন শ্বেতা আর নাতনি আরাধ্যার সঙ্গে মিঠে রোদে মজা করে।   তাঁদের সঙ্গে মাঝেমাঝে যোগ দিচ্ছেন ঐশ্বর্যাও।
নাতনিকে নিয়ে লিখতে লিখতে  বেশ ইমোশনাল হয়ে পড়েন বিগ বি--
advertisement
'' আরাধ্যা বেশ লাজুক গলায় আমায় বলল, ''দাদাজি আমার তোমার অ্যাড-টা আমার ভাল লাগে।''  আমি অবাক হয়ে জিজ্ঞেস করি, ''কোন অ্যাড-টা?'' ও বলে, ''ওই যে যেখানে তোমাকে অনেকগুলো মজার মুখে দেখা যায়।'' আমি বলি, '' ও অ্যাকাপেলা'!  ও অবাক হয়ে ভাবে, সেটা আবার কী? '' আমি বলি, যখন কোনও গানের সমস্ত সাউন্ড শরীরের কোনও না অংশ থেকে বের  হয় তখন তাকে অ্যাকাপেলা বলে।'' ও কিছুক্ষণ শান্ত হয়ে বসে থাকে। এই গম্ভীর বিষয়টা ওর কম্পিউটারাইজড ব্রেনে ঢোকে... তারপরেই খেলার ছুট।"
advertisement
তিনি আরও লেখেন, '' আমি নিশ্চিৎ, এই 'অ্যাকাপেলা' শব্দটা আবার কোনওদিন, আমার আর ওর কোনও কথোপকথনের মধ্যে উঠে আসবে। আমি কি চমকে উঠব তখন? না বোধহয়! এই  প্রজন্ম আর আমাদের চমকানোর অবকাশ দেয় না! দে আর লিটল মিরাকলস!''
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
''দে আর লিটল মিরাকলস''... ব্লগ-এ আরাধ্যাকে নিয়ে লিখতে লিখতে ইমোশনাল বিগ বি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement