পরিচালনায় আসছে নাতি অগস্ত্য, বেজায় খুশি দাদু বিগ বি

Last Updated:
#মুম্বই: শ্রীদেবী কন্যা জাহ্নবী, চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা, শহিদের ভাই ঈশান-সহ একাধিক স্টারকিডরা বি-টাউনে পা রেখেছেন ৷ আর তাদের নিয়ে দর্শকদের কৌতূহলের অন্ত নেই ৷ এবার সেই রাস্তাতেই পা বাড়িয়েছেন বিগ-বি’র নাতি তথা শ্বেতা বচ্চনের ছেলে অগস্ত্য নন্দা ৷
তবে শোনা যাচ্ছে অভিনেতা হিসেবে নয়, বরং পরিচালক হিসেবেই ইন্ডাস্ট্রিতে জমি পাকা করার ইচ্ছে তাঁর ৷এমনকী লাইমলাইটে থাকা নিয়ে কোনও মাথা ব্যথাও নাকি নেই ৷ ইতিমধ্যেই অগস্ত্য নাকি একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিও বানিয়ে ফেলেছে ৷
Untitled
advertisement
যা বিভিন্ন জায়গায় প্রশংসা কুড়িয়ে নিয়েছে ইতিমধ্যেই ৷ বচ্চন পরিবারের ঘনিষ্ঠদের দাবি, অগস্ত্য অমিতাভের খুবই পছন্দের মানুষ। নাতিকে বেশ আদরে রাখেন অমিতাভ। আর অমিতাভ নিজে চান অগস্ত্য পরিচালনায় নয়, বরং অভিনেতা হিসাবে নিজেকে তুলে ধরুক।
advertisement
অগস্ত্য শুধু শর্ট ফিল্ম পরিচালনাই করেন না, তিনি খুবই ভালো একজন ফিল্ম লেখক, স্ক্রিপ্ট রাইটারও । আর নাতির গুণে মুগ্ধ হয়ে তাঁকে নিয়ে বেশ উচ্ছসিত জয়া বচ্চনও। তবে অগস্ত্য যদি নিজেকে পরিচালক হিসাবে প্রতিষ্ঠিত করেত পারেন , তাহলে এই প্রথম বচ্চন পরিবার থেকে কাউকে পরিচালনার দিকে মনোনিবেশ করতে দেখা যাবে।
advertisement
1
এদিকে, নিজের জগতে মশগুল অগস্ত্য। কিছুদিন আগেই তাঁকে শাহরুখ খানের মেয়ে সুহানার সঙ্গে দেখা গিয়েছে একটি রোস্তোরাঁতে। সেই নিয়েও ইন্টারনেটে জোর গুঞ্জন ছিল ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পরিচালনায় আসছে নাতি অগস্ত্য, বেজায় খুশি দাদু বিগ বি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement