পরিচালনায় আসছে নাতি অগস্ত্য, বেজায় খুশি দাদু বিগ বি
Last Updated:
#মুম্বই: শ্রীদেবী কন্যা জাহ্নবী, চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা, শহিদের ভাই ঈশান-সহ একাধিক স্টারকিডরা বি-টাউনে পা রেখেছেন ৷ আর তাদের নিয়ে দর্শকদের কৌতূহলের অন্ত নেই ৷ এবার সেই রাস্তাতেই পা বাড়িয়েছেন বিগ-বি’র নাতি তথা শ্বেতা বচ্চনের ছেলে অগস্ত্য নন্দা ৷
তবে শোনা যাচ্ছে অভিনেতা হিসেবে নয়, বরং পরিচালক হিসেবেই ইন্ডাস্ট্রিতে জমি পাকা করার ইচ্ছে তাঁর ৷এমনকী লাইমলাইটে থাকা নিয়ে কোনও মাথা ব্যথাও নাকি নেই ৷ ইতিমধ্যেই অগস্ত্য নাকি একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিও বানিয়ে ফেলেছে ৷
advertisement
যা বিভিন্ন জায়গায় প্রশংসা কুড়িয়ে নিয়েছে ইতিমধ্যেই ৷ বচ্চন পরিবারের ঘনিষ্ঠদের দাবি, অগস্ত্য অমিতাভের খুবই পছন্দের মানুষ। নাতিকে বেশ আদরে রাখেন অমিতাভ। আর অমিতাভ নিজে চান অগস্ত্য পরিচালনায় নয়, বরং অভিনেতা হিসাবে নিজেকে তুলে ধরুক।
advertisement
অগস্ত্য শুধু শর্ট ফিল্ম পরিচালনাই করেন না, তিনি খুবই ভালো একজন ফিল্ম লেখক, স্ক্রিপ্ট রাইটারও । আর নাতির গুণে মুগ্ধ হয়ে তাঁকে নিয়ে বেশ উচ্ছসিত জয়া বচ্চনও। তবে অগস্ত্য যদি নিজেকে পরিচালক হিসাবে প্রতিষ্ঠিত করেত পারেন , তাহলে এই প্রথম বচ্চন পরিবার থেকে কাউকে পরিচালনার দিকে মনোনিবেশ করতে দেখা যাবে।
advertisement
এদিকে, নিজের জগতে মশগুল অগস্ত্য। কিছুদিন আগেই তাঁকে শাহরুখ খানের মেয়ে সুহানার সঙ্গে দেখা গিয়েছে একটি রোস্তোরাঁতে। সেই নিয়েও ইন্টারনেটে জোর গুঞ্জন ছিল ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 13, 2018 1:48 PM IST