সুস্মিতা সেনের মেয়ে আলিশার মুখে শুনুন সুকুমার রায়ের কবিতা ! ভাইরাল ভিডিও
Last Updated:
আলিশা স্পষ্ট বাংলা ভাষায় সুকুমার রায়ের কবিতা 'হুঁকোমুখো হ্যাংলা' ,মুখস্ত বলে যাচ্ছে
#মুম্বই: সুস্মিতা সেন। তিনি শুধু বলিউড স্টার নয়। তিনি মিস ইউনিভার্স। তিনি একজন মা। তিনি ভাল অভিনেত্রী। তিনি বাংলার মাটিকেও ততটাই ভালবাসেন। সুস্মিতা খুব ভাল মনের মানুষ। তাঁর বয়স ৪৭ বছর। এখনও বিয়ের কথা ভাবেননি তিনি। তবে সম্প্রতি তিনি তাঁর মনের মানুষ খুঁজে পেয়েছেন। কিন্তু সুস্মিতার জীবনে সব কিছু তাঁর দুই দত্তক কন্যা।
তিনি প্রথমে দত্তক নিয়েছিলেন রেনেকে। তারপর ২০১০ -এ দত্তক নেন আরও এক মেয়ে আলিশাকে। এই দুই মেয়েকে নিয়েই সবচেয়ে বেশি সময় কাটান সুস্মিতা। তাঁদের খুব সুন্দর করে বড়ও করছেন তিনি। সম্প্রতি সুস্মিতা তাঁর সোশাল মিডিয়া প্রোফাইলে আলিশার একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে আলিশা স্পষ্ট বাংলা ভাষায় সুকুমার রায়ের কবিতা 'হুঁকোমুখো হ্যাংলা' ,মুখস্ত বলে যাচ্ছে। এই ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেন সুস্মিতা। ভিডিও শেয়ার করে সুস্মিতা লেখেন, " আমি বলে বোঝাতে পারবো না আমার যে কতটা ভাল লাগছে এটা দেখে যে আমার মেয়ে আবোল তাবোল-এর কবিতা পাঠ করছে।" তারপর থেকে এখন এই ভিডিও ভাইরাল। শুনে নিন সুস্মিতার ছোট মেয়ের মুখে বাংলা কবিতা।
advertisement
advertisement
Location :
First Published :
September 20, 2019 1:59 PM IST