‘২২ বছর লকডাউনে রয়েছি আমরা’, কাজলের সঙ্গে রোম্যান্টিক ছবি শেয়ার করলেন অজয়
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
সম্প্রতি নিজেদের একটি পুরনো সাদা-কালো ছবি শেয়ার করেছেন অজয় । আর তাতে মশকরা করে লিখেছেন একটি ক্যাপশনও ।
#মুম্বই: বলিউডের অন্যতম 'লাভিং জোড়ি' বলা হয় তাঁদের ৷ কাজল ও অজয় দেবগণ ৷ ২০ বছর ধরে একসঙ্গে পথ চলছেন দেবগণ দম্পতি ৷ এত বছরেও এতটুকু ফিকে হয়নি তাঁদের সম্পর্কের রসায়ন ৷ নিজেদের ইমেজেও কোনও রকম আঁচ লাগতে দেননি তাঁরা ৷ সম্প্রতি মুক্তি পেয়েছে ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ ৷ ছবির নাম ভূমিকায় রয়েছেন অজয় ৷ আর তানাজির স্ত্রীর চরিত্রে দেখা গিয়েছে কাজলকে ৷ বহু বছর পর ফের জুটি বেঁধে তাঁরা অভিনয় করেছেন বড় পর্দায় ৷ তাঁদের জুটির ম্যাজিকও পছন্দ করেছেন দর্শকরা ।
সম্প্রতি নিজেদের একটি পুরনো সাদা-কালো ছবি শেয়ার করেছেন অজয় আর তাতে মশকরা করে লিখেছেন একটি ক্যাপশনও । এই লকডাউনের বাজারে সকলেই গৃহবন্দি । বন্ধ দোকানপাট, শপিং মল, যানবাহন এমনকী ফিল্ম ইন্ডাস্ট্রিও । তাই ঘরে বসে বোরডম কাটাতে নানা পন্থা অবলম্বন করছেন সেলেবরা । অজয়ও কম যান না । কাজলের সঙ্গে মিষ্টি রোম্যান্সের ছবি শেয়ার করে অজয় লিখেছেন, ‘‘মনে হচ্ছে ২২ বছর ধরে আমরা দু’জন লকডাউনে রয়েছি ।’’
advertisement
View this post on InstagramFeels like it’s been twenty two years since the lockdown began. #FridayFlashback @kajol
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 09, 2020 10:09 AM IST

