আপনি নিজেই একটা ইনস্টিটিউশন ! সরোজ খানের প্রয়ানে শেষ শ্রদ্ধা অজয়ের!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
পর্দার পিছনের মানুষগুলোর জন্যই সিনেমা তৈরি করা সম্ভব হয়। তাঁদের গুরুত্ব একজন অভিনেতার থেকে বেশি বই কম নয়।
#মুম্বই: বলিউডে ফের নক্ষত্র পতন। এ বার চলে গেলেন বলিউডের সবার প্রিয় মাস্টারজি, সরোজ খান৷ বৃহস্পতিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়৷ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছেন৷ ১৭ জুন থেকে তিনি ভর্তি ছিলেন বান্দ্রার গুরু নানক হাসপাতালে৷ তাঁর করোনা পরীক্ষাও করা হয়৷ তবে তা নেগেটিভ আসে৷
Being a Technician’s son, I’ve always known that cinema is as much about a behind-the-scenes person as it is about actors. RIP Saroj ji. You were an institution; your craft inimitable. Condolences to your family
— Ajay Devgn (@ajaydevgn) July 3, 2020
advertisement
advertisement
৪ দশকের বেশি ছিল সরোজের বলিউড জার্নি৷ প্রায় ২ হাজারের বেশি গানের সঙ্গে কোরিওগ্রাফি করেছেন তিনি৷ তাঁর মৃত্যুতে যেন শেষ হয়ে গেল বলিউডের একটা যুগ। বলিউডের সব তারকারাই শোকাহত সরোজ খানের মৃত্যুতে। ট্যুইটার হ্যান্ডেলে মাস্টারজিকে শ্রদ্ধা জানালেন অজয় দেবগন ! তিনি লিখলেন, " আমি একজন টেকনিশিয়ানসের ছেলে। আর সেই সূত্র ধরে আমি সব সময় জানি, সিনেমার বিহাইন্ড দ্য সিনের প্রাধান্য কতটা ! পর্দার পিছনের মানুষগুলোর জন্যই সিনেমা তৈরি করা সম্ভব হয়। তাঁদের গুরুত্ব একজন অভিনেতার থেকে বেশি বই কম নয়। সরোজজি আপনি যেখানেই থাকুন ভাল থাকুন। আপনি নিজেই একটা ইনস্টিটিউশন ছিলেন। আপনার সৃষ্টি কখনই ভোলার নয়।"
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 03, 2020 3:51 PM IST