Home /News /entertainment /
আপনি নিজেই একটা ইনস্টিটিউশন ! সরোজ খানের প্রয়ানে শেষ শ্রদ্ধা অজয়ের!

আপনি নিজেই একটা ইনস্টিটিউশন ! সরোজ খানের প্রয়ানে শেষ শ্রদ্ধা অজয়ের!

photo source collected

photo source collected

পর্দার পিছনের মানুষগুলোর জন্যই সিনেমা তৈরি করা সম্ভব হয়। তাঁদের গুরুত্ব একজন অভিনেতার থেকে বেশি বই কম নয়।

 • Share this:

  #মুম্বই: বলিউডে ফের নক্ষত্র পতন। এ বার চলে গেলেন বলিউডের সবার প্রিয় মাস্টারজি, সরোজ খান৷ বৃহস্পতিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়৷ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছেন৷ ১৭ জুন থেকে তিনি ভর্তি ছিলেন বান্দ্রার গুরু নানক হাসপাতালে৷ তাঁর করোনা পরীক্ষাও করা হয়৷ তবে তা নেগেটিভ আসে৷

  ৪ দশকের বেশি ছিল সরোজের বলিউড জার্নি৷ প্রায় ২ হাজারের বেশি গানের সঙ্গে কোরিওগ্রাফি করেছেন তিনি৷ তাঁর মৃত্যুতে যেন শেষ হয়ে গেল বলিউডের একটা যুগ। বলিউডের সব তারকারাই শোকাহত সরোজ খানের মৃত্যুতে। ট্যুইটার হ্যান্ডেলে মাস্টারজিকে শ্রদ্ধা জানালেন অজয় দেবগন ! তিনি লিখলেন, " আমি একজন টেকনিশিয়ানসের ছেলে। আর সেই সূত্র ধরে আমি সব সময় জানি, সিনেমার বিহাইন্ড দ্য সিনের প্রাধান্য কতটা ! পর্দার পিছনের মানুষগুলোর জন্যই সিনেমা তৈরি করা সম্ভব হয়। তাঁদের গুরুত্ব একজন অভিনেতার থেকে বেশি বই কম নয়। সরোজজি আপনি যেখানেই থাকুন ভাল থাকুন। আপনি নিজেই একটা ইনস্টিটিউশন ছিলেন। আপনার সৃষ্টি কখনই ভোলার নয়।"

  Published by:Piya Banerjee
  First published:

  Tags: Ajay Devgan, Bollywood, Saroj Khan

  পরবর্তী খবর