Aishwarya-Abhishek: মুম্বই বিমানবন্দরে প্রকাশ্যে ঐশ্বর্য’কে জড়িয়ে ধরলেন অভিষেক, আদরে ভরিয়ে দিলেন
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
মাথা থেকে পা পর্যন্ত কালো পোশাকে নিজেকে ঢেকেছিলেন ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan)। ভাঙা হাত নিয়েও স্ত্রী’কে জড়িয়ে ধরলেন অভিষেক (Abhishek Bachchan) ।
#মুম্বই: মুম্বই বিমানবন্দরে হঠাৎই হাজির অভিষেক বচ্চন । সঙ্গে স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) ও মেয়ে আরাধ্যা বচ্চন (Aaradhya Bachchan) । হ্যাঁ, ঠিকই বহুদিন পর আবার জনসমক্ষে এই তিনজনকে দেখা গেল একসঙ্গে ।
লকডাউনের আগে অবশ্য এ সব চিত্র জলভাত ছিল । তখন কেয়ারিং মাম্মা ঐশ্বর্যকে সবসময় দেখা যেত আরাধ্যার হাত ধরে নিয়ে যেতে । কিন্তু গত দু’বছরে খুব একটা বাড়ির বাইরে বেরতে দেখা যায়নি বচ্চন পরিবারকে । গোটা পরিবারই এক সময় আক্রান্ত হয়েছিলেন করোনায় । শুধু সুস্থ ছিলেন জয়া বচ্চন । তবে তারপর থেকেই যথেষ্ট সাবধানে পা ফেলেছে গোটা পরিবার । তবে এ বার আর ঘরে বসে থাকলে চলে না । একে একে সিনেমা হল খুলেছে, ছবি মুক্তি পাচ্ছে । অনেক ছবির শ্যুটিংও শুরু হচ্ছে । তাই কাজের সূত্রে বাইরে যেতে হল রাই সুন্দরীকে ।
advertisement
আর সে কারণেই মন ভাল নেই ছোটে বচ্চনের । মুম্বইয়ের কালিনা ব্যক্তিগত বিমানবন্দরে বচ্চন পরিবার এ দিন হাজির সকাল সকাল । কারণ আগামী ছবির শ্যুটিংয়ে মেয়ে আরাধ্যাকে নিয়ে মধ্যপ্রদেশ উড়ে যাচ্ছেন ঐশ্বর্য্য । সেখানে তাঁর আগামী তামিল ছবি ‘পন্নিইন সেলভান’ (Ponniyin Selvan) ছবির শ্যুটিং শুরু হচ্ছে শীঘ্রই । ছবির পরিচালক মণিরত্নম (Mani Ratnam)। তাই বিমানবন্দরে স্ত্রী ও মেয়েকে বিদায় জানাতে এসে তাঁদের প্রকাশ্যেই জড়িয়ে ধরলেন অভিষেক । ভরিয়ে দিলেন আদরে ।
advertisement
advertisement
advertisement
মাথা থেকে পা পর্যন্ত কালো পোশাকে নিজেকে ঢেকেছিলেন ঐশ্বর্য । কালো সোয়েটশার্টের সঙ্গে ছিল কালো লেগিঙ্গস । মুখে কালো মাস্ক । খোলা চুল আর ম্যাচিং ব্যাগ । আরাধ্যা ছিল গ্রে আর পিঙ্ক আউটফিটে । বিকে বিশাল একটি প্রজাপতি আঁকা । ফেস শিল্ড পরেছিল সে । বহুদিন পর তাকে পাপারাৎজিদের সামনে দেকা গেল । এই ক’দিনে অনেকটাই বড় হয়ে গিয়েছে আরু ।
advertisement
কিছুদিন আগেই তাঁর ছবির কো-স্টার শরৎ কুমার আর তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে পন্ডিচেরিতে গিয়েছিলেন অভিষেক-ঐশ্বর্য-আরাধ্যা । শরতের সঙ্গেই এই ছবিতে কাজ করবেন বচ্চন-বহু ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 21, 2021 10:40 AM IST