Aditya Narayan: অবস্থার অবনতি? হাসপাতালে ভর্তি হলেন করোনা আক্রান্ত আদিত্য নারায়ণ

Last Updated:

একটি সাক্ষাৎকারে উদিত বলেছেন, 'আদিত্য নিজেই হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ও এখন অনেকটাই ভালো। আমাকে মেসেজে জানিয়েছে চিন্তা কোরো না। আমি ঠিক আছি। আমার জন্য প্রার্থনা কোরো।'

#মুম্বই: বলিউডের বিখ্যাত গায়ক উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণ করোনায় আক্রান্ত হয়েছেন। উদিত জানিয়েছেন, আদিত্যকে রবিবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবারই আদিত্য নারায়ণ ও তাঁর স্ত্রী শ্বেতা আগরওয়ালের করোনা পজিটিভ হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। একটি সাক্ষাৎকারে উদিত বলেছেন, 'আদিত্য নিজেই হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ও এখন অনেকটাই ভালো। আমাকে মেসেজে জানিয়েছে চিন্তা কোরো না। আমি ঠিক আছি। আমার জন্য প্রার্থনা কোরো।'
শনিবার সোশ্যাল মিডিয়ায় নিজেরাই এই খবর শেয়ার করেছেন। গত বছরের ডিসেম্বরেই বিয়ে করেছেন আদিত্য ও শ্বেতা। কোভিড ১৯-এর (Corona) নিয়ম মেনেই একেবারে ছিমছাম বিয়ে করেছিলেন তাঁরা। ইনস্টাগ্রামে আদিত্য ও শ্বেতা নিজেদের ছবি শেয়ার করে লিখেছেন, 'হ্যালো সবাই, দুর্ভাগ্যবশত আমি ও আমার স্ত্রী শ্বেতা আগরওয়াল করোনা পজিটিভ ধরা পড়েছি। আপাতত কোয়ারান্টিনে রয়েছি আমরা। দয়া করে সকলে সাবধানে থাকুন, করোনাবিধি মেনে চলুন এবং আমাদের জন্য প্রার্থনা করুন।' এরই সঙ্গে আদিত্য লিখেছেন, 'এই দুঃসময় কেটে যাবে।'
advertisement
গত ডিসেম্বরে মুম্বইতে একেবারে ব্যক্তিগত অনুষ্ঠানের মধ্যে দিয়েই বিয়ে করেছিলেন আদিত্য ও শ্বেতা। সোশ্যাল মিডিয়ায় তার পর থেকে বেশ কিছু একসঙ্গে ছবি শেয়ার করেছেন তাঁরা। হানিমুনে গিয়েছিলেন জম্মু-কাশ্মীরে। সেখান থেকেও ছবি শেয়ার করেছিলেন তাঁরা।
advertisement
২০১০ সালে আদিত্য ও শ্বেতার একটি ফিল্মের সেটে প্রথমবার দেখা হয়েছিল। সেই ছবিতে প্রথমবার অভিনয় করেছিলেন আদিত্য। অভিনয়ের পাশাপাশি গানও করেন আদিত্য। এছাড়াও বহু রিয়ালিটি শো-এর সঞ্চালক হিসেবে কাজ করেন আদিত্য। তালিকায় রয়েছে সা রে গা মা পা চ্যালেঞ্জ, রাইজিং স্টার ৩ ও ইন্ডিয়ান আইডল ১২।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aditya Narayan: অবস্থার অবনতি? হাসপাতালে ভর্তি হলেন করোনা আক্রান্ত আদিত্য নারায়ণ
Next Article
advertisement
IND vs PAK: সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত ! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের ভাইরাল ভিডিওয়
সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের
  • সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত !

  • খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের

  • দেখুন ভাইরাল ভিডিও

VIEW MORE
advertisement
advertisement