Sonakshi Sinha: 'রাত করে ফিরলেই শেষ, একা পেলেই ওরা আমাকে...!' যমজ দাদা লব-কুশকে নিয়ে এ কোন সত্য ফাঁস করলেন সোনাক্ষী? জানলে রাতের ঘুম উড়বে

Last Updated:

Sonakshi Sinha: আসলে অভিনেতা শত্রুঘ্ন সিনহা এবং পুনম সিনহার কনিষ্ঠ সন্তান হলেন সোনাক্ষী। এদিকে দুই ছেলের পর একমাত্র কন্যা হওয়ায় মা-বাবার কাছ থেকে একটু অতিরিক্ত আদর পেয়েছিলেন অভিনেত্রী।

News18
News18
মুম্বই: বলিউডের প্রতিভাশালী সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন সোনাক্ষী সিনহা। যমজ দাদা লব এবং কুশ তাঁকে হিংসা করতেন বলে চাঞ্চল্যকর দাবি করেছেন অভিনেত্রী। তবে সেটা অবশ্য শৈশবের কথা বলেই জানিয়েছেন তিনি। আসলে অভিনেতা শত্রুঘ্ন সিনহা এবং পুনম সিনহার কনিষ্ঠ সন্তান হলেন সোনাক্ষী। এদিকে দুই ছেলের পর একমাত্র কন্যা হওয়ায় মা-বাবার কাছ থেকে একটু অতিরিক্ত আদর পেয়েছিলেন অভিনেত্রী। আর তিনি সেই সময় সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকায় দুই দাদা তাঁকে একটু হিংসার চোখেই দেখতেন। এমনটাই বিশ্বাস অভিনেত্রীর।
Hauterrfly-এর সঙ্গে এক আলাপচারিতায় দুই দাদার সঙ্গে হিংসা-খুনসুটির কথাই তুলে ধরেছেন সোনাক্ষী। তাঁর কথায়, “আমি সবথেকে ছোট, তার উপর আবার ঘরের একমাত্র মেয়ে। ফলে সবথেকে আদরের ছিলাম আমিই। সেই কারণে ভাইরা হিংসায় জ্বলে যেত। আর ওরা আমায় মারধর করত।”
অভিনেত্রীর ব্যাখ্যা, সব ভাই-বোনদের মধ্যেই এমন ঝগড়াঝাঁটি, ঝামেলা দেখা যায়। আর তাঁর দুই দাদা লব-কুশের সঙ্গে তাঁর এই ঝামেলও এর ব্যতিক্রম নয়। যদিও অভিনেত্রীর সঙ্গে তাঁর দাদাদের ঝামেলার কথা সাম্প্রতিক অতীতে প্রকাশ্যে চলে এসেছিল। আসলে জাহির ইকবালের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন সোনাক্ষী। অথচ তাঁর বিয়ের অনুষ্ঠানে যোগ দেননি দাদারা। যদিও কুশকে তা-ও সোনাক্ষীর বিয়ের কিছু অনুষ্ঠানে দেখা গিয়েছে ঠিকই, কিন্তু বিয়েতে অনুপস্থিত ছিলেন লব।
advertisement
advertisement
আরও পড়ুন- বিয়ের মন্ডপেই শুরু! বরকে দেখে নিজেকে সামলাতে পারল না কনে! প্রকাশ্যেই যা করল… লজ্জায় লাল হবু
গত বছরের ২৩ জুন জাহির ইকবালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সোনাক্ষী। রেজিস্ট্রি করেই বিয়ে সেরেছেন তাঁরা। আর সেই বিয়ের আসরে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রীর মা-বাবা অর্থাৎ পুনম সিনহা এবং শত্রুঘ্ন সিনহাও। কিন্তু বিয়েতে দেখা যায়নি দাদা লব সিনহাকে। এদিকে সেই সময়ই তাঁকে কিছু রহস্যজনক পোস্ট করতে দেখা গিয়েছিল। আর সেটা থেকে খানিকটা স্পষ্ট যে, অভিনেত্রী আর দাদা লবের মধ্যে সব কিছু ঠিক নেই। সেই সময় এ-ও জল্পনা ছিল যে, ছোট বোনের জন্য তাঁর স্বামী হিসেবে জাহিরকে মেনে নিতে পারেননি লব।
advertisement
আরও পড়ুন-‘কন্ডোম’ ছাড়া একমুহূর্ত চলে না…! রণবীরের ‘বেডরুম সিক্রেট’ ফাঁস দীপিকার, রেগে আগুন ঋষি যা বললেন…
যদিও সোনাক্ষী অবশ্য বলেছিলেন যে, ভাইরাল ভিডিও-র কারণে সকলেই যেন তাঁর বিয়েতে যোগ দিয়েছেন বলে মনে হয়েছিল তাঁর। হিন্দুস্তান টাইমস-এর কাছে অভিনেত্রী বলেছিলেন যে, “আমার মনে হয়েছে সকলেই যেন আমার বিয়েতে যোগ দিয়েছেন। এমনকী আমি আর জাহির সিঙ্গাপুরের একটি কফি শপে গিয়েছিলাম। সেখানে পেস্ট্রির মাধ্যমে সকলে আমাদের শুভেচ্ছা-বার্তা পাঠিয়েছিলেন। প্রত্যেকেই আমাদের কাছে এসে বলছিলেন যে, ওহ! আমরা তো আপনার বিয়ের সমস্ত ভিডিওই দেখেছি। আর আমার মনে হচ্ছিল যে, হ্যাঁ, সকলেই আমাদের এই বিশেষ দিনের অংশ হয়ে উঠেছেন। এটা সত্যিই খুবই মিষ্টি ছিল।”
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sonakshi Sinha: 'রাত করে ফিরলেই শেষ, একা পেলেই ওরা আমাকে...!' যমজ দাদা লব-কুশকে নিয়ে এ কোন সত্য ফাঁস করলেন সোনাক্ষী? জানলে রাতের ঘুম উড়বে
Next Article
advertisement
'বন্ধু, রহো সাথে...' চোখের ঈশারাতেই ২৩ বছর পার! বুলি ফোটে না, তবু 'কথা' দিয়ে 'কথা' রেখেছেন উত্তম-উজ্জ্বলা
'বন্ধু, রহো সাথে..' চোখের ঈশারায় ২৩ বছর পার! বুলি ফোটে না, তবু কথা দিয়ে কথা রেখেছেন দম্পতি
  • ২৩ বছর ধরে কথা না বলেও ইশারায় সংসার চালাচ্ছেন উত্তম ও উজ্জ্বলা

  • শিলিগুড়িতে চা-বিস্কুট বিক্রি করে

  • প্রেম ও পাশে থাকার এ এক অনন্য নজির

VIEW MORE
advertisement
advertisement