Bollywood Gossip: পরমা-সুন্দরী, সঞ্জয় দত্তের নায়িকার মিষ্টি হাসিতে বহু পুরুষ কুপোকাত... ভাগ্যের চাকা ঘুরে গেছিল! একটা 'ছোট্ট' ভুলেই কেরিয়ার তছনছ, এখন সব হারিয়ে তিনি 'ব্রহ্মকুমারী'

Last Updated:

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত গ্রেসির ক্যারিয়ারের গ্রাফ ছিল সাংঘাতিক।তবে এরপরে গ্রেসি যে পদক্ষেপ করেছিলেন তা তাঁকে পতনের দিকে নিয়ে যায়।

২০০১ সালে আমির খানের সঙ্গে 'লগান' ছবিতে কাজ করে দর্শকের মন জয় করেছিলেন এই নায়িকা। সেই গ্রেসি সিংকে মনে পড়ছে? খুব বেশি ছবি না করলেও, গ্রেসি নিজের অভিনয় ও নাচের গুণে জনপ্রিয়তা পেয়েছিলেন।
২০০১ সালে আমির খানের সঙ্গে 'লগান' ছবিতে কাজ করে দর্শকের মন জয় করেছিলেন এই নায়িকা। সেই গ্রেসি সিংকে মনে পড়ছে? খুব বেশি ছবি না করলেও, গ্রেসি নিজের অভিনয় ও নাচের গুণে জনপ্রিয়তা পেয়েছিলেন।
advertisement
মনে পড়ে, সেই বলিউড অভিনেত্রীকে যিনি তাঁর সারল্য এবং মনোমুগ্ধকর হাসি দিয়েই হৃদয় জয় করেছিলেন? ‘ হু তু তু ‘ ছবি দিয়ে হিন্দি সিনেমায় পা রাখেন তিনি, তবে স্বীকৃতি পাননি। ২০০১ সালে এক বলিউড সুপারস্টারের নায়িকা হয়েই তাঁর ভাগ্যের চাকা ঘুরে যায়। সেই সুন্দরী এখন ‘ব্রহ্মকুমারী’।
advertisement
এই অভিনেত্রী আর কেউ নন, গ্রেসি সিং। ‘ লাগান ‘ এবং মুন্নাভাই’ – এর মতো ছবিতে দাপটের সঙ্গে কাজ করেছেন। তারপরেই ফের সিনেমা থেকে উধাও হয়ে যান‘ লাগান ‘ ছবির সাফল্যের পর গ্রেসি সিং একের পর এক ছবির প্রস্তাব পেতে থাকেন। ‘আরমান’, ‘পহলি নজর কা পহলা প্যায়ার’, ‘হাম আপকে দিল মে রাহতে হ্যায়’, ‘মিলতে হ্যায় চান্স বাই চান্স’, মুসকান, ‘গঙ্গাজল’-এর মতো হিট ছবিতেও অভিনয় করেন। ২০০১ সালে ‘লাগান’ সিনেমার মাধ্যমে তিনি বিশেষ স্বীকৃতি পান। গৌরী চরিত্রটি তাঁকে প্রতি ঘরে ঘরে বিখ্যাত করে তোলে। মুন্না ভাই এমবিবিএস- এ সঞ্জয় দত্তের সঙ্গে ‘ডক্টর সুমন’ ওরফে ‘চিঙ্কি’ চরিত্রে অভিনয় করেছিলেন গ্রেসি। তাঁর অভিনয় দর্শক এবং সমালোচকদের খুব পছন্দ হয়েছিল।
advertisement
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত গ্রেসির ক্যারিয়ারের গ্রাফ ছিল সাংঘাতিক।তবে এরপরে গ্রেসি যে পদক্ষেপ করেছিলেন তা তাঁকে পতনের দিকে নিয়ে যায়। মিডিয়া রিপোর্ট অনুসারে , ২০০৮ সালে ‘দেশদ্রোহী’ ছবিতে অভিনয় করে গ্রেসি তাঁর ক্যারিয়ার শেষ করে দেন। ২০১৩ সালে, গ্রেসি একটি নতুন পথ বেছে নেন। সে সময় তিনি ব্রহ্মকুমারীতে যোগ দেন এবং আধ্যাত্মিকতার পথ বেছে নেন। এখনও তিনি সিঙ্গল জীবন কাটাচ্ছেন।
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Gossip: পরমা-সুন্দরী, সঞ্জয় দত্তের নায়িকার মিষ্টি হাসিতে বহু পুরুষ কুপোকাত... ভাগ্যের চাকা ঘুরে গেছিল! একটা 'ছোট্ট' ভুলেই কেরিয়ার তছনছ, এখন সব হারিয়ে তিনি 'ব্রহ্মকুমারী'
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement